Monday, 29 February 2016

পশ্চিমবঙ্গে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে আক্রান্ত মানুষের নিবিড় জোট গড়ে তুলুন ।

                                                         

দুর্গাপুর,২৯শে ফেব্রুঃ : তৃণমূলের জঙ্গল রাজত্বের বিসর্জনের বাজনা বেজে গিয়েছে । রঙের বিচার না করে সমস্ত আক্রান্ত মানুষের বৃহত্তম ঐক্য গড়ে তুলে আসন্ন বিধানসভা নির্বাচন তৃণমূল কে পরাস্ত করুন ,বিজেপি কে বিচ্ছিন্ন করুন । আজ ইস্পাতনগরীর দেশবন্ধু ভবনে পার্টির ইস্পাত জোনাল কমিটির ডাকে বুথ কমিটি ও বুথ সংগ্রাম কমিটির সদস্যদের এক বিশাল সভায় পার্টির জেলা নেতৃবৃন্দ এই আহ্বান জানালেন ।

পার্টির বর্ধমান জেলা কমিটির সম্পাদক অচিন্ত্য মল্লিক বলেন যে তৃণমূলের জঙ্গল রাজত্বের অবসানে পার্টির নেতৃত্বে যে একের পর এক গণসংগ্রাম গড়ে উঠেছে,তার ফলে রাজ্যে এক নাটকীয় পট পরিবর্তন ঘটেছে । এই গনসংগ্রাম গুলি তৃণমূলের তীব্র অত্যাচার ও দুঃশাসনে নিপীড়িত রাজ্যের মানুষের মধ্যে আত্মবিশ্বাস জুগিয়েছে ।আজ মানুষ তৃণমূলের সন্ত্রাসের রাজত্বের অবসান সম্ভব বলে মনে করতে শুরু করেছেন । মানুষ প্রস্তুতি নিচ্ছেন । পার্টিকে সেই প্রস্তুতি নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে ।

অমল হালদার বলেন যে তৃণমূল-বিজেপির গোপন আঁতাত আজ আর গোপন নেই । মোদি ও মমতার জনবিরোধী নীতির ফলে রাজ্যের মানুষ অতিষ্ঠ । ২০১৪ সালের সাধারন নির্বাচনের পর যত দিন গেছে , ততই মানুষের কাছে মোদী ও মমতার মধ্যে সখ্যতা পরিষ্কার হয়ে গেছে । সারদা সহ চিটফান্ড কেলেংকারীর তদন্ত শ্লথ হয়ছে কেন ? যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিজেপি ও আরএসএস নেতাদের হিংসাত্মক মন্তব্য ও কার্যকলাপ সম্পর্কে মমতা নীরব কেন ? এই সবই  তৃণমূল-বিজেপির গোপন আঁতাতের প্রমান দিচ্ছে । বিজেপি ও আরএসএস এর তীব্র সমালোচনা করে তিনি বলেন স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের অভূতপূর্ব অবদানের সাক্ষী ইতিহাস । গান্ধীজীর হত্যাকারী ও ব্রিটিশ সহযোগীরা বামপন্হীদের দেশদ্রোহীর তকমা দেবে ? বিজেপি-আরএসএস এর কাছে বামপন্হীরা দেশপ্রেমের সার্টিফিকেট নেবে না । রাজ্যে তৃণমূল আর কেন্দ্রের বিজেপি সরকার দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চল কে শশ্মান করতে চাইছে । এসপি কারখানা তুলে দিতে চাইছে । সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে দুর্গাপুর দেখিয়ে দিয়েছে কি ভাবে লড়াই করতে হয় । ডিএসপি কারখানায় সিআইটিইউ এর বিপুল জয় তার প্রমান। আসন্ন বিধানসভা নির্বাচনে জয় সুনিশ্চিত করতে জনগনের সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে নিবিড় যোগাযোগ গড়ে তুলতে হবে ।

সন্তোষ দেবরায় বলেন যে জনবিচ্ছিন্ন তৃণমূল সন্ত্রাসের রাস্তা ধরার চেষ্টা করছে । গত এক সপ্তাহে ইস্পাতনগরীর দুই জন পার্টি নেতার বাড়ীতে বোমা নিক্ষেপ হয়ছে । যে কোন ধরনের সন্ত্রাস মোকাবিলায় পার্টি জনগনের ঐক্য গড়ে তুলবে ।

সভায় এছাড়াও উপস্হিত ছিলেন জেলা নেতৃবৃন্দ নির্মল ভট্টাচার্য ও সুবীর সেনগুপ্ত । সভাপতিত্ব করেন সন্তোষ দেবরায় ।




Sunday, 28 February 2016

ইস্পাতনগরীতে আবারও পার্টিনেতার বাড়ীতে বোমা নিক্ষেপ ,দুষ্কৃতিরা অধরা ।


দুর্গাপুর ,২৮শে ফেব্রুঃ : গতকাল গভীর রাত্রিতে ( প্রায় ১-০০ নাগাদ ) ইস্পাতনগরীর বিদ্যাপতি রোডে পার্টির ব্রাঞ্চ সম্পাদক মধুসূধন দাসের বাড়ীতে ( ১৩/৩ বিদ্যাপতি রোড ) কে বা কারা বোমা নিক্ষেপ করে অন্ধকারে গা ঢাকা দেয় । শক্তিশালী বোমার বিষ্ফোরনে সমস্ত অঞ্চলটি কেঁপে ওঠে । বোমার আওয়াজে আতংকিত এলাকাবাসী রাস্তায় বেড়িয়ে আসেন । পরে ঘটনাস্হলে পুলিশ আসে ও রাতভোর টহলদারি চালালেও দুষ্কৃতিরা এখনও অধরা । গত ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পড়ে তৃণমূলী দুষ্কৃতিকারিরা  বিদ্যাপতি রোডে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছে ও সেক্টর অফিস জোর করে বন্ধ করে দিয়েছে । এই পরিস্হিতে গত রাতের ঘটনায় আতংক আরও বেড়েছে । এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ।
আজ সকালে পার্টি নেতৃত্ব এলাকায় গিয়ে আতংকিত মানুষজনের সাথে কথা বলেন । প্রসংগত গত ২৩ তারিখে একই কায়দায় মার্কনী এভিন্যু এ পার্টির ইস্পাত জোনাল কমিটির সদস্য বিজন জোয়ারদারের বাড়ীতে বোমা নিক্ষেপ করা হয় । যদিও অত্যন্ত শক্তিশালী এই বোমাটি না ফাটায় বড়সর বিপদ এড়ানো গেছে ।

পার্টির ইস্পাত জোনাল কমিটির পক্ষে জোনাল সম্পাদক সন্তোষ দেবরায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেছেন যে আসন্ন বিধান সভা নির্বাচনের প্রাক্কালে ইস্পাতনগরীতে একের পর এক পার্টিনেতার বাড়ীতে গভীর রাতে বোমা নিক্ষেপ করে ইস্পাতনগরীতে সন্ত্রাস সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলেছে । এবিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিস কমিসারিয়েটের এডিপিসির কাছে পার্টির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে । তিনি পুলিশকে অবিলম্বে দোষীদের গ্রেফ্তার ও শাস্তির দাবী জানিয়েছেন ।

সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির ইস্পাত জোনাল কমিটির ৭ম সম্মেলন অনুষ্ঠিত হল ।

                                                                         


দুর্গাপুর ,২৮শে ফেব্রুঃ : আজ সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির  ইস্পাত জোনাল কমিটির ৭ম সম্মেলন অনুষ্ঠিত হল ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনের । সম্মেলনের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির  বর্ধমান জেলা কমিটির সহ সভানেত্রী আল্পনা চৌধুরী । শহীদবেদীতে মাল্যদান করেছেন আল্পনা চৌধুরী,ভারতী ঘোষাল,মনিমালা দাস,শান্তি মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
সম্মেলনে উপস্হিত ছিলেন ৯৪ প্রতিনিধি ।সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের বর্ধমান জেলা কমিটির সভানেত্রী ভারতী ঘোষাল । সংগঠনের বর্ধমান জেলা কমিটির সম্পাদিকা মনিমালা দাস সংগঠন প্রসঙ্গে বক্তব্য রেখেছেন । মোট ১০ জন প্রতিনিধি আলোচনায় অংশ নিয়েছেন ।
সম্মেলন ১১ জনের সম্পাদকমন্ডলী সহ ৩১ জনের নতুন জোনাল কমিটি নির্বাচিত করেছে । সভানেত্রী ,সম্পাদিকা ও কোষাধ্যক্ষা নির্বাচিত হয়েছেন যথাক্রমে শুভ্রা গাঙ্গুলী , মিতা ভট্টাচার্য ও মিতা দাসগুপ্ত ।



Tuesday, 23 February 2016

এএসপি বাঁচাও দাবীতে বিশাল বিক্ষোভ সমাবেশ ।

                                                                    

দুর্গাপুর,২৩শে জানুঃ : আজ রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলের অন্তর্গত দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানা ( অ্যালয় স্টিল প্ল্যান্ট ) বাঁচাও দাবীতে হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়ন ( সিআইটিইউ) এএসপি এর শ্রমিকদের ( স্হায়ী, ঠিকা ও অবসরপ্রাপ্ত ) বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ইডি অফিসে ।
কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক বঞ্চনার শিকার এএসপি ।এএসপির আধুনিকীকরন ও সম্প্রসারনের জন্য সেইলের কনসাল্ট্যান্ট সংস্হা ‘ সেট ‘ এর সুনির্দিষ্ট প্রস্তাব থাকা সত্বেও এ বিষয়ে কেন্দ্রীয় সরকার অথবা সেইল এখনও কোন পদক্ষেপ নেয় নি । বরং দুর্গাপুর ইস্পাত কারখানার সাথে যেনতেন প্রকারে যুক্ত করে এএসপি কে চিরতরে বন্ধ করার রাস্তায় হাঁটতে চাইছে । সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ‘ সেট ‘ এর প্রস্তাব কার্যকরী করার দাবী জানান । সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল বিজয় সাহার নেতৃত্বে ইডি অফিসে ,এএসপির আধুনিকীকরন ও সম্প্রসারনের দাবী সম্বলিত  স্মারক লিপি জমা করেন ।

সমাবেশে বক্তব্য রাখেন মলয় ভট্টাচার্য , বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী , রথীন রায়, পি.কে.দাস , বিজয় সাহা ও ললিত মিশ্র । সভাপতিত্ব করেন রাম পঙ্কজ গাঙ্গুলী । 


পার্টি নেতার বাড়ীতে বোমা নিক্ষেপ,দুষ্কৃতিরা এখনও অধরা ।

                                                        


দুর্গাপুর , ২৩শে ফেব্রুঃ : গতকাল গভীর রাতে ( রাত্রি ১-০০ নাগাদ ), ইস্পাতনগরীর বি-জোনে,কে বা কারা পার্টির ইস্পাত জোনাল কমিটির সদস্য বিজন জোয়ারদারের বাড়ীতে ( ১২/২ মার্কনী এভিন্যু ) বোমা নিক্ষেপে করে রাতের অন্ধকারে গা ঢাকা দেয় ।বাড়ীর লোকজনের চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে । অত্যন্ত শক্তিশালী বোমাটি না ফাটায় ,বড় রকমের বিপর্যয়ের এড়ানো গেছে বলে এলাকার মানুষের অভিমত । পড়ে পুলিশ এসে বোমাটিকে নিষ্ক্রিয় করে থানায় নিয়ে যায় । এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে । এর আগে বেশ কয়েক বার, বিজন জোয়ারদারকে তৃণমূলী দুষ্কৃতিদের হামলা-হুমকির মুখে পড়তে হয়েছে । আজ সকালে পার্টি নেতৃত্ব বিজন জোয়ারদারের বাড়ীতে গেলে আতংকিত এলাকার মানুষজন বেড়িয়ে এসে পার্টি নেতৃত্বকে ঘটনার বিবরন দেয় । পার্টির ইস্পাত জোনাল কমিটির পক্ষে জোনাল সম্পাদক সন্তোষ দেবরায় এই ঘটনার তীব্র নিন্দা করে পুলিশকে অবিলম্বে ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের ধরা ও উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন । ঘটনার বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে । আজ সন্ধ্যায় ,পার্টির ইস্পাত জোনাল কমিটির পক্ষ থেকে ইস্পাতনগরীর বি-জোন ফাঁড়িতে এ বিষয়ে একটি ডেপুটেশন দেওয়া হয় ।

Sunday, 21 February 2016

ইস্পাতনগরীতে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ।

                                                             

দুর্গাপুর , ২১শে ফেব্রুঃ : আজ সকালে,ইস্পাতনগরীর এডিসন রোডে ,’ভাষা শহীদ স্মারক উদ্যানে , প্রতি বছরের মত এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল । উদ্যোক্তা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি ( ২০১৬ )।

ভাষা শহীদ স্তম্ভে মাল্যদানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হয় । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিউলী গাঙ্গুলী । এরপরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি ( ২০১৬ ) এর পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অশোক দাস । সভা মঞ্চে বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করেন এবং আবৃতি করে শোনান । অন্যদিকে সভামঞ্চের পাশে বিভিন্ন চিত্রশিল্পী আজকের দিনের তাৎপর্যকে স্মরণ করে ছবি আঁকেন । আজকের অনুষ্ঠানে দুর্গাপুরের বিভিন্ন শিল্পীরা উপস্হিত ছিলেন । উপস্হিত ছিলেন গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের বর্ধমান জেলার সম্পাদক সুকোমল ঘোষ । 


Tuesday, 16 February 2016

পার্টির কেন্দ্রীয় কমিটির দফ্তর এ.কে.জি. ভবনে সংঘী দুষ্কৃতিদের আক্রমনের বিরুদ্ধে ইস্পাতনগরী মিছিলে মিছিলে উত্তাল হল ।


দুর্গাপুর , ১৬ই ফেব্রুঃ : পার্টির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির আহ্বানে পার্টির কেন্দ্রীয় কমিটির দফ্তর দিল্লির এ.কে.জি. ভবনে সংঘী দুষ্কৃতিদের আক্রমনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের গনতান্ত্রিক ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে , গতকাল ও আজ তিনটি পৃথক বিশাল মিছিল হয় । গতকাল মিছিল হয় সেইল আবাসন অঞ্চলে । আজকের মিছিল হয় ইস্পাতনগরীর এ-জোন ও বি-জোন অঞ্চলে । 


Sunday, 14 February 2016

দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানা বাঁচাও কনভেনশন ।

                                                                  

দুর্গাপুর,১৪ই ফেব্রুঃ : আজ সন্ধ্যায় ,ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর আহ্বানে রাষ্ট্রায়ত্ব সেইলের অন্তর্গত দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানা  বাঁচাও কনভেনশন অনুষ্ঠিত হল । জনাকীর্ণ কনভেনশনে বক্তারা সেইলের নিজস্ব কন্স্যালট্যান্ট এজেন্সি ,’সেট’ এর প্রস্তাব অনুসারে দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারনের জন্য প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের করার বদলে অযথা কালক্ষেপের জন্য সেইল ও ইস্পাত মন্ত্রকের কঠোর সমালোচনা করেন । একই সাথে কেন্দ্রীয় সরকার যে ভাবে ‘ অ্যান্টি-ডামপিং’ কর বসানোর বদলে হু হু করে বিদেশী ইস্পাত আমদানির পথ ধরেছে , তার পরিনামে দেশীয় ইস্পাত শিল্পের ( রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি উভয় ) চরমতম সর্বনাশের দিন ঘনিয়ে আসছে বলে বক্তারা সতর্ক করে দিয়েছেন ।
অপর দিকে,রাজ্যের ক্ষমতাশীন তৃণমূল সরকারও মিশ্র ইস্পাত কারখানার ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন । এই পরিস্হিতে দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার আধুনিকীকরন ও সম্প্রসারনের দাবীতে মিশ্র ইস্পাত কারখানার ইডি-র কাছে আগামী ২৩শে ফেব্রুঃ বিশাল বিক্ষোভ সমাবেশ ও  মানুষ কে সাথে নিয়ে প্রবল গন-আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানিয়ে কনভেনশন শেষ হয় । বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী , মলয় ভট্টাচার্য , পিকে দাস , অজিত মুখার্জী ও বিজয় সাহা । সভাপতিত্ব করেন রাম পঙ্কজ গাঙ্গুলী ।

কনভেনশনের পক্ষ থেকে দিল্লীর জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পুলিশী-অভিযানের তীব্র নিন্দা করে মত প্রকাশের স্বপক্ষে গড়ে ওঠা ছাত্র আন্দোলন ও তাকে কেন্দ্র করে গড়ে ওঠা বৃহত্তর গণ-আন্দোলনের প্রতি সংহতি জানানো হয় ।

Friday, 12 February 2016

খাদ্য সুরক্ষা অধিকার আন্দোলনের প্রথম শহীদ স্বপন মালিকের রক্ত , হবে না ব্যর্থ – দৃপ্তকন্ঠে জানালো ইস্পাতনগরী ।

                                                                        

দুর্গাপুর,১২ই ফেব্রুঃ : আজ বিকালে,পার্টির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির উদ্যোগে গতকাল রায়নায় পার্টির উদ্যোগে আহূত খাদ্য সুরক্ষা অধিকার আন্দোলনের উপরে তৃণমূলীদের বর্বোরোচিত হামলার বলি খাদ্য সুরক্ষা অধিকার আন্দোলনের প্রথম শহীদ স্বপন মালিকের স্মরনে তিনটি বিশাল মিছিল ইস্পাতনগরীর তিন প্রান্তে বেরিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে । এ-জোনের মিছিলে শুরু হয় আশীষ মার্কেট থেকে , বি-জোনের ১ নং বিদ্যাসাগর এভিন্যু এর বি.টি. রণদিভে ভবন থেকে এবং  সেইল আবাসন অঞ্চলের মিছিল শুরু হয় কবিগুরুর দ্বিতীয় মোড় থেকে। শেষ হয় যথাক্রমে আশীষ মার্কেট , বি.টি. রণদিভে ভবন এবং কবিগুরুর দ্বিতীয় মোড়ে । 

Thursday, 11 February 2016

পার্টির ডাকে পুলিশের নিষ্ক্রিয়তা ও তৃণমূলের প্রতি পক্ষপাতের বিরুদ্ধে আসানসোল-দুর্গাপুর কমিশারিয়েটের এ.ডি.সি.পি এর অফিসে প্রবল বিক্ষোভ ।

                                                                           

দুর্গাপুর,১১ই ফেব্রুঃ : আজ বিকালে,পার্টির দুর্গাপুর পূর্ব ও পশ্চিম এবং ইস্পাত জোনাল কমিটির যৌথ উদ্যোগে পুলিশের ধারাবাহিক নিষ্ক্রিয়তা ও তৃণমূলের প্রতি পক্ষপাতের বিরুদ্ধে ইস্পাতনগরীর অরবিন্দ এ্যাভুন্যু এ আসানসোল-দুর্গাপুর কমিশারিয়েটের এ.ডি.সি.পি এর অফিসে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সারা দুর্গাপুর জুড়ে পার্টির ডাকে তৃণমূলের  সন্ত্রাস-অপশাসনের বিরুদ্ধে জনজাগরন ঘঠছে । বিভিন্ন সমাবেশে মানুষের অংশগ্রহনে ঢল নামছে । গত ১৯শে জানুঃ দুর্গাপুরে ২ ঘন্টার ব্যবধানে পার্টির পলিটব্যুরো সদস্য কমঃ মহঃ সেলিমের দুটি পৃথক জনসভায় তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে  অভূতপূর্ব জনসমাবেশ হয় । এতে তৃণমূল দিশাহারা হয়ে গোটা দুর্গাপুর জুড়ে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে । পুলিশ ও সরকারি প্রশাসনের এই নির্লজ্জ পক্ষপাতিত্বে দুর্গাপুর জুড়ে জনমানসে প্রবল বিক্ষোভ তৈরি হয়েছে ।
তৃণমূলীরা পার্টি কর্মীদের উপর হামলা করছে ,রক্তাত করছে । এমন কি মহিলারাও আক্রমনের হাত থেকে রেহাই পায় নি । মহিলাদের উপরে আক্রমন চালানোর সময়ে সামনে  জনা কয়েক মহিলাকে রেখে তৃণমূলীরা আক্রমন চালাচ্ছে । কারাখানার ভেতরে ও বাইরে ট্রেড ইউনিয়নের কার্যকলাপ,সমাবেশ করতে তৃণমূলীরা বাধা সৃষ্টি করছে । পার্টি অফিস,সেক্টার অফিস ভাঙ্গচূড় চালিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে । যদিও পরবর্তী কালে পার্টি কর্মী ও সাধারন মানুষ অফিস দখল মুক্ত করেছে ।
পুলিশের কাছে প্রতিটি ঘটনায় অভিযোগ দায়ের করা সত্বেও পুলিশ দোষীদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়ার বদলে আক্রান্ত,আহত পার্টি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজাচ্ছে অথবা দোষীদের আড়াল করার জন্য নিষ্ক্রিয় থাকছে বলে পার্টি নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ।
সমাবেশ চলাকালীন সন্তোষ দেব রায় ,বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী,মহাব্রত কুন্ডু,নির্মল ভট্টাচার্য ও শান্তি মজুমদারের নেতৃত্বে পার্টির এক প্রতিনিধিদল আসানসোল-দুর্গাপুর কমিশারিয়েটের এ.ডি.সি.পি এর কাছে এই সব অভিযোগ সম্বলিত এক স্মারকলিপি জমা দিতে গেলে দেখেন যে পূর্ব প্রতিশ্রুতি থাকা সত্বেও এ.ডি.সি.পি অনুপস্হিত আছেন ।
আজকের বিক্ষোভ সমাবেশে বক্তার পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারী দিয়ে বলেন যে দেশের সংবিধান ও আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুলিশের একাংশ যে ভাবে তৃণমূলের নির্লজ্জ দলদাসের ভূমিকা পালন করছে তার থেকে সরে না এলে জনগন তার সমুচিত জবাব দেবে । শোষিত,নিপীরিত,গনতন্ত্র প্রিয় মানুষের সংগ্রামের নিত্যদিনের সাথী লাল ঝান্ডাকে দমানোর হিম্মত তৃণমূলের নেই । সমাবেশে বক্তব্য রাখেন সন্তোষ দেব রায়, মহাদেব পাল,পঙ্কজ রায় সরকার,আল্পনা চৌধুরী ও পার্থ মুখার্জী । সভাপতিত্ব করেন বিপ্রেন্দু চক্রবর্তী ।








Thursday, 4 February 2016

প্রয়াত পার্টির আঞ্চলিক কমিটির সদস্য রনজিত কৃঞ্চ কুন্ডু ।

                                                           
                                                     

দুর্গাপুর , ৪ঠা ফেব্রুঃ : দীর্ঘ রোগভোগের পরে গত ৩রা ফেব্রুঃ প্রয়াত হয়েছেন পার্টির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির অন্তর্গত ৩নং আঞ্চলিক কমিটির সদস্য ও শ্রমিক আন্দোলনের দীর্ঘ দিনের একনিষ্ঠ যোদ্ধা রনজিত কৃঞ্চ কুন্ডু । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ । দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক প্রয়াত রনজিত কৃঞ্চ কুন্ডু ১৯৬০ এর দশকে  মিশ্র ইস্পাত কারখানায় অফিস কর্মী হিসাবে কাজে যোগদান করেন । প্রথম থেকেই  শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন । পরবর্তীকালে লল ঝাণ্ডা ইউনিয়ন  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (  এইচ.এস.ই.ইউ ) গঠিত হলে তিনি যুক্ত হয়ে সক্রিয় কর্মী হয়ে ওঠেন । সেইল সমবায় আবাসন অঞ্চলে তিনি পার্টির দৈনন্দিন কাজে সক্রিয় ভাবে অংশ গ্রহন করতেন । বিনয়ী ,নম্র স্বভাব ও নিষ্ঠাবান সকলের কাছে গ্রহনীয় প্রয়াত রনজিত কৃঞ্চ কুন্ডু স্ত্রী-পুত্র-কন্যা-পুত্রবধু-দৌহিত্র বর্তমান । প্রিয় “কুন্ডু দা” –র মৃত্যু সংবাদে সেইল সমবায় আবাসন অঞ্চলে শোকের ছায়া নেমে আসে । তাঁর মৃত্যুতে পার্টির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষে জোনাল সম্পাদক সন্তোষ দেবরায় গভীর শোক প্রকাশ করে প্রয়াত রনজিত কৃঞ্চ কুন্ডুর পরিবারকে সমবেদনা জানিয়েছেন ।