Friday, 12 February 2016

খাদ্য সুরক্ষা অধিকার আন্দোলনের প্রথম শহীদ স্বপন মালিকের রক্ত , হবে না ব্যর্থ – দৃপ্তকন্ঠে জানালো ইস্পাতনগরী ।

                                                                        

দুর্গাপুর,১২ই ফেব্রুঃ : আজ বিকালে,পার্টির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির উদ্যোগে গতকাল রায়নায় পার্টির উদ্যোগে আহূত খাদ্য সুরক্ষা অধিকার আন্দোলনের উপরে তৃণমূলীদের বর্বোরোচিত হামলার বলি খাদ্য সুরক্ষা অধিকার আন্দোলনের প্রথম শহীদ স্বপন মালিকের স্মরনে তিনটি বিশাল মিছিল ইস্পাতনগরীর তিন প্রান্তে বেরিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে । এ-জোনের মিছিলে শুরু হয় আশীষ মার্কেট থেকে , বি-জোনের ১ নং বিদ্যাসাগর এভিন্যু এর বি.টি. রণদিভে ভবন থেকে এবং  সেইল আবাসন অঞ্চলের মিছিল শুরু হয় কবিগুরুর দ্বিতীয় মোড় থেকে। শেষ হয় যথাক্রমে আশীষ মার্কেট , বি.টি. রণদিভে ভবন এবং কবিগুরুর দ্বিতীয় মোড়ে । 

No comments:

Post a Comment