Thursday 31 August 2017

ইস্পাতনগরীতে পালিত হল শহীদ দিবস ।



দুর্গাপুর,৩১শে আগষ্ট : ১৯৫৯ সালের ৩১শে আগষ্ট ঐতিহাসিক খাদ্য আন্দোলনের অমর শহীদ এবং পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত এ রাজ্যের  গণআন্দোলনের শহীদদের স্মরণে আজকের দিনটি রাজ্যে শহীদ দিবস হিসাবে পালিত হয় ।
আজ সকালে , আশীষ-জব্বার ভবনে শহীদ স্মরনে রক্তপতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের কর্মসূচী পালিত হয় । রক্তপতাকা উত্তোলন করেন সন্তোষ দেবরায় । শহীদ বেদীতে মাল্যদান করেন সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত , বিশ্বরূপ ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

সন্ধ্যায় , শহীদ দিবস উপলক্ষ্যে , পার্টির ১,২ ও ৩ নং এরিয়া কমিটির পক্ষ থেকে  যথাক্রমে ভগৎ সিং মোড় , ডেভিড-তিলক মোড় এবং আশীষ মার্কেটে পক্ষ থেকে পথ সভা করা  হয় । বক্তা ছিলেন যথাক্রমে ভগৎ সিং মোড়ে আশীষ মিশ্র,কবিরঞ্জন দাসগুপ্ত,ললিত মিশ্র , ডেভিড-তিলক মোড়ে আল্পনা চৌধুরী ও স্বপন মজুমদার এবং আশীষ মার্কেটে নির্মল ভট্টাচার্য ও জীবন আইচ ।




No comments:

Post a Comment