Wednesday 13 June 2018

ইস্পাতনগরীর নাগরিক পরিষেবার ক্রমাগত অবনতির বিরুদ্ধে ও জমি-কোয়ার্টার লিজ-লাইসেন্সিং এর দাবিতে বিক্ষোভ-সমাবেশ ।




দুর্গাপুর,১৩ই জুন : হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর ডাকে আজ বিকালে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে ( টি.এ.বিল্ডিং ) এক বিশাল বিক্ষোভ সমাবেশ হয় । ইস্পাতনগরীর জল-বিদ্যুৎ-চিকিৎসা-নিকাশি-রাস্তা প্রভৃতি পরিষেবার ক্রমবর্ধমান অবনতির ফলে নাগরিক স্বাচ্ছ্যন্দ তলানিতে ঠেকেছে । বিশেষ করে জল সরবরাহ ব্যবস্হা সংকটের মুখে । কারন জল সরবরাহের উৎস দামোদর নদ ও সংশ্লিষ্ট খালে পলি পড়ে জল ধারন ক্ষমতা হ্রাস পেয়েছে । ড্রেজিং এর ব্যবস্হা প্রায় নেই । এই কাজে দায়িত্বপ্রাপ্ত ডিভিসি-র দায়সার মনোভাব দুর্গাপুর কে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে । দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করছে না । রাজ্য সরকার সব কিছু জেনেও উদাসীন । এই বিষয়ে দৃষ্টি আকর্ষন করে দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়েছেন । বিদ্যুৎ সরবরাহ ব্যবস্হা আধুনিকিকরন অজানা কারনে মাঝপথে থেমে গেছে । অন্যান্য পরিষেবার আধুনিকরন হচ্ছে না । জমি মাফিয়াদের দাপটে ইস্পাতনগরীর জমি লুঠ হচ্ছে , অবৈধ নির্মান-বিদ্যুৎ সংযোগ ক্রমবর্ধমান। তার কুপ্রভাব ইস্পাতনগরীর আইন-শৃংখলার ওপর পড়ছে । স্হায়ী-ঠিকা-সহযোগি সংস্হার শ্রমিক ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের জমি-কোয়ার্টার লিজ-লাইসেন্সিং এর ন্যায়সংগত দাবি সমাধানের বদলে   অযথা ঝুলিয়ে রাখা হচ্ছে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর লাগাতার আন্দোলনের ফলে কিছু কাজ হলেও , অধিকাংশ কাজ নিয়ে কর্তপক্ষের টালবাহানা-কালক্ষেপের ফলে সমস্যা বাড়ছে,ফলে বিক্ষোভ বাড়ছে । বিক্ষোভ সমাবেশে বক্তারা সমস্যা সমাধানের জন্য অবিলম্বে প্রতিকারের দাবি জানিয়েছেন । প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হুঁশিয়ারী দিয়েছেন । পাশাপাশি কেন্দ্রিয় সরকারের নির্দেশিত পথে চলে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষও যে ভাবে নাগরিক পরিষেবার ক্রমান্বয়ে বেসরকারিকরনের চেষ্টা করছে তার বিরুদ্ধে জোরদার লড়াই জারী রাখার আহ্বান জানান বক্তারা । সমাবেশ চলাকালিন ইউনিয়নের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি সম্বলিত এক স্মারকলিপি জমা দেয় । বক্তব্য রেখেছেন বিশ্বরূপ ব্যানার্জী,ললিত মিশ্র,নবেন্দু বায়েন,প্রকাশতরু চক্রবর্তী,আশিষতরু চক্রবর্তী ও বিধায়ক সন্তোষ দেবরায় । উপস্হিত ছিলেন ইউনিয়নের সভপতি রথিন রায় ।




No comments:

Post a Comment