Friday 15 June 2018

অবিলম্বে বেতন-চুক্তি সহ ১১-দফা দাবিতে অ্যালয় স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ ।




দুর্গাপুর,১৫ই জুন : আজ অ্যালয় স্টিল প্ল্যান্টের জিএম  আই.সি ( ওয়ার্কস ) এর দফ্তরের সামনে এএসপি.সি.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর ডাকে কারখানার ঠিকা শ্রমিকরা অবিলম্বে বেতন-চুক্তি সহ ১১-দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন । সমাবেশে থেকে  অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারিকরনের উদ্দেশ্যে কেন্দ্রিয় সরকারের সরকারের উদ্যোগের অবিলম্বে বাতিল ঘোষনার সাথে সাথে অবিলম্বে এনজেসিএস আলোচনা শুরু ও বেতন চুক্তির মাধ্যমে ঠিকা শ্রমিকদের নূন্যতম মাসিক বেতন ২১০০০ টাকা করার দাবি জানানো হয় । অন্যদিকে আর্থিক সংকটের কারন দেখিয়ে কর্তৃপক্ষ ২০১৬ –র জুলাই মাস থেকে ভিডিএ ( ভ্যারিয়েবেল ডি.এ.) দেওয়া বন্ধ রেখেছে । সমাবেশে থেকে  অবিলম্বে বকেয়া পাওনা সহ ভিডিএ চালুর দাবি জানানো হয় । সমাবেশে চলাকালিন ইউনিয়নের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি সনদ পেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বিজয় সাহা , মলয় ভট্টাচার্য ও শত্রুঘ্ন দেওঘরিয়া ।

No comments:

Post a Comment