Wednesday 6 June 2018

অ্যালয় স্টিল ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারনের দাবিতে যৌথ মঞ্চের সাথে কেন্দ্রিয় ইস্পাত মন্ত্রির সদর্থক আলোচনা ।





দুর্গাপুর , ৬ই জুন : আজ নয়াদিল্লির উদ্যোগ ভবনে কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রি চৌধুরী বিরেন্দ্র সিং এর সাথে আলোচনায় বসে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির ( সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-বি.এম.এস-এ.আই.ইউ.টি.ইউ.সি-টি.ইউ.সি.সি ) যৌথ মঞ্চ – “ অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও, দুর্গাপুর ইস্পাত কারখানার বাঁচাও , দুর্গাপুর বাঁচাও “ কমিটির এক প্রতিনিধি দল । প্রতিনিধি দলে ছিলেন যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি ও বিকাশ ঘটক , দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় সহ অ্যালয় স্টিল ও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক নেতৃবৃন্দ । এছাড়াও উপস্হিত ছিলেন কেন্দ্রিয় ভারি শিল্প দফ্তরের প্রতিমন্ত্রি বাবুল সুপ্রিয় ও ইস্পাত সচিব অরুনা শর্মা । প্রতিনিধি দলের পক্ষ থেকে অবিলম্বে  অ্যালয় স্টিল কারখানার বিলগ্নিকরনের জন্য কেন্দ্রিয় সরকারের উদ্যোগ বাতিল ও ভবিষ্যৎে এই উদ্দ্যেশ্যে কোন ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ‘ আহ্বান করার থেকে কেন্দ্রিয় সরকার কে বিরত থাকার জন্য আবেদন জানানো হয় ।
প্রসংগত , গত ১৪ই ফেব্রুঃ কেন্দ্রিয় সরকার অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রি করার জন্য ক্রেতার খোঁজে ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ‘( ই.ও.আই ) এর পোষাকি নামের আড়ালে দরপত্র ( টেন্ডার ) আহ্বান করলে উত্তেজনা চরমে ওঠে । যৌথ মঞ্চের আহ্বানে ইস্পাত শ্রমিকরা জানিয়ে দেন – প্রান দেব তবু অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রি হতে দেব না । কোন বেসরকারি সংস্হার প্রতিনিধি  অ্যালয় স্টিল প্ল্যান্টে ঢুকতে না পারে তার জন্য শ্রমিকরা লাগাতার নজরদারি শুরু করেন । যৌথ মঞ্চের আহ্বানে প্রায় প্রতি দিন শ্রমিকরা অ্যালয় স্টিল প্ল্যান্টের অভ্যন্তরে মিছিল করেন । এই অবস্হায় ১১ই এপ্রিল ই.ও.আই জমা দেওয়ার শেষ দিন অতিক্রান্ত হলেও , প্রবল আন্দোলনের মুখে কোন বেসরকারি সংস্হা ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট’ দেখানোর সাহস করে নি । কিন্তু কেন্দ্রিয় সরকার তা সত্বেও ই .ও.আই জমা দেওয়ার মেয়াদ দু-দফায় বৃদ্ধি করে । কিন্তু ফলাফল একই থাকে । গত ১১ই মে ই.ও.আই জমা দেওয়ার মেয়াদ শেষ হয়ে যায় । এর পরে কেন্দ্রিয় সরকার আর নতুন করে মেয়াদ বৃদ্ধি করে নি ।
একই সাথে প্রতিনিধি দলের পক্ষ থেকে অ্যালয় স্টিল প্ল্যান্টের উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় মুলধনের জোগান অব্যাহত রাখার জন্য দাবি জাননো হয়েছে । এই মূহুর্তে অ্যালয় স্টিল প্ল্যান্টের হাতে প্রচুর অর্ডার আছে । এই বিষয়ে প্রতিনিধি দল দেশের প্রতিরক্ষা-আনবিক-পরিবহন শিল্পের জন্য বিশেষ ধরনের ইস্পাত উৎপাদন বৃদ্ধির জন্য কেন্দ্রিয় সরকারের ঘোষিত নীতির সাথে সাযূজ্য রেখে অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকিকরন-সম্প্রসারনের দাবি জানান । অ্যালয় স্টিল প্ল্যান্টের উৎপাদিত সামগ্রি বিক্রির জন্য বিশেষ মার্কেটিং ব্যবস্হা গড়ে তোলার আবেদন জানায়  প্রতিনিধি দল ।
পাশাপাশি দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারনের দাবি জানিয়েছে প্রতিনিধি দল।
 দেশের ইস্পাত শিল্পে দুই কারখানার অত্যন্ত গুরুত্বপূর্ণ  ভূমিকা স্মরন করিয়ে দিয়ে প্রতিনিধি দল , আধুনিকিকরন-সম্প্রসারনের জন্য কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রি  ও ইস্পাত সচিব সহ একটি টেকনিক্যাল এক্সপার্ট টিম কে এই দুই কারখানা ঘুরে দেখার জন্য অনুরোধ জানায়। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রি  ও ইস্পাত সচিব এর পক্ষ থেকে দুই কারখানার বিভিন্ন বিষয়ে প্রশ্নের বিস্তারিত জবাব দেওয়া হয়েছে এবং দাবি সম্বলিত স্মারক লিপি জমা দেওয়া হয়েছে ।

No comments:

Post a Comment