Sunday 17 June 2018

বিশিষ্ট সাংবাদিক সুজাত বুখারি ও সাজাহান বাচ্চু-র হত্যার প্রতিবাদে ইস্পাতনগরীতে প্রতিবাদ মিছিল ।




দুর্গাপুর,১৭ই জুন : উগ্রপন্হী হামলায় নিহত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুজাত বুখারি । রক্তাত ভূস্বর্গ কাশ্মীর , রক্তাত ভারতবর্ষ । মোদি সরকারের আমলে আসমুদ্র হিমাচল জুড়ে চলছে সাংবাদিক সহ প্রগতিশীল-যুক্তিবাদি-বামপন্হি-ধর্মনিরপেক্ষ বুদ্ধিজীবিদের হত্যালীলা । দাভোলকার-পানসারে-কালবুর্গির হত্যার পরে সাম্প্রতিককালে ঘাতকদের হাতে নিহত হয়েছেন সাংবাদিক গৌরি লংকেশ । সর্বশেষে কাশ্মীরের সাংবাদিক ও উপত্যকায় শান্তির পক্ষে অন্যতম প্রবক্তা সুজাত বুখারি । আক্রমনকারীরা কোথাও  চরম হিন্দুত্ববাদি ,কোথাও কট্টর ইসলামিক মৌলবাদি । একই ভাবে ধর্মান্ধদের হাতে রক্তাত হচ্ছে প্রতিবেশী বাংলাদেশ । নিহত হয়েছেন একের পর এক বিশিষ্ট মুক্তিমনা বুদ্ধিজীবি-ব্লগার । এই তালিকায়  সাম্প্রতিক সংযোজিত বাংলাদেশ কমিউনিস্ট পার্টির বিশিষ্ট নেতা সাজাহান বাচ্চু ।
এই হত্যালীলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং এর বিরুদ্ধে প্রবল গন-প্রতিরোধের আহ্বান জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবন থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত একটি মিছিল হয় । মিছিল শেষে চন্ডিদাস বাজারে নিহত সাংবাদিক সুজাত বুখারি ও সাজাহান বাচ্চু-র স্মরনে মোমবাতি প্রজ্জ্বলিত করা হয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী ।








No comments:

Post a Comment