Saturday 9 June 2018

অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারনের দাবিতে জোরদার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে যৌথমঞ্চ ।




দুর্গাপুর,৯ই জুন : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর আনন্দ-লাবণ্য ভবনে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির ( সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-এ.আই.ইউ.টি.ইউ.সি-টি.ইউ.সি.সি ) যৌথ মঞ্চ – “ অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও, দুর্গাপুর ইস্পাত কারখানার বাঁচাও , দুর্গাপুর বাঁচাও “ কমিটির পক্ষ থেকে আয়োজিত এক শ্রমিক কনভেনশনে অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রির চেষ্টার বিরুদ্ধে অভূতপূর্ব প্রতিরোধ আন্দোলন আরও জোরদার করার পাশাপাশি দেশের ইস্পাত শিল্পের অন্যতম দুই স্তম্ভ অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারনের দাবিতে জোরদার আন্দোলনের প্রস্তুতির কথা ঘোষনা করল যৌথমঞ্চ । এই উদ্দেশ্যে ,দুর্গাপুরের অন্যান্য শিল্পের সাথে যুক্ত ট্রেড ইউনিয়নগুলিকে আন্দোলনের সাথে যুক্ত করার প্রয়াস শুরু হয়েছে বলে যৌথমঞ্চের পক্ষ থেকে আজকের কনভেনশনে জানানো হয়েছে । গত ৬ই জুন নয়াদিল্লির উদ্যোগ ভবনে কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রি চৌধুরী বিরেন্দ্র সিং এর সাথে আলোচনায় বসে  “ অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও, দুর্গাপুর ইস্পাত কারখানার বাঁচাও , দুর্গাপুর বাঁচাও “ কমিটির এক প্রতিনিধি দল । প্রতিনিধি দলে ছিলেন যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি ও বিকাশ ঘটক , দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় সহ অ্যালয় স্টিল ও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক নেতৃবৃন্দ । এছাড়াও উপস্হিত ছিলেন কেন্দ্রিয় ভারি শিল্প দফ্তরের প্রতিমন্ত্রি বাবুল সুপ্রিয় ও ইস্পাত সচিব অরুনা শর্মা । প্রতিনিধি দলের পক্ষ থেকে অবিলম্বে  অ্যালয় স্টিল কারখানার বিলগ্নিকরনের জন্য কেন্দ্রিয় সরকারের উদ্যোগ বাতিল ও ভবিষ্যৎে এই উদ্দ্যেশ্যে কোন ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ‘ আহ্বান করার থেকে কেন্দ্রিয় সরকার কে বিরত থাকার জন্য আবেদন জানানো হয় । একই সাথে প্রতিনিধি দলের পক্ষ থেকে অ্যালয় স্টিল প্ল্যান্টের উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় মুলধনের জোগান অব্যাহত রাখার জন্য দাবি জাননো হয়েছে এই মূহুর্তে অ্যালয় স্টিল প্ল্যান্টের হাতে প্রচুর অর্ডার আছে । বিগত ২৫ বছর ধরে বিমাতৃসুলভ আচরন করে অ্যালয় স্টিল প্ল্যান্টে কোন বিনিয়োগ করা হয় নি ।  এই বিষয়ে প্রতিনিধি দল দেশের প্রতিরক্ষা-আনবিক-পরিবহন শিল্পের জন্য বিশেষ ধরনের ইস্পাত উৎপাদন বৃদ্ধির জন্য কেন্দ্রিয় সরকারের ঘোষিত নীতির সাথে সাযূজ্য রেখে অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকিকরন-সম্প্রসারনের দাবি জানান অ্যালয় স্টিল প্ল্যান্টের উৎপাদিত সামগ্রি বিক্রির জন্য বিশেষ মার্কেটিং ব্যবস্হা গড়ে তোলার আবেদন জানায়  প্রতিনিধি দল
পাশাপাশি দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন-সম্প্রসারনের দাবি জানিয়েছে প্রতিনিধি দল।
 দেশের ইস্পাত শিল্পে দুই কারখানার অত্যন্ত গুরুত্বপূর্ণ  ভূমিকা স্মরন করিয়ে দিয়ে প্রতিনিধি দল , আধুনিকিকরন-সম্প্রসারনের জন্য কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রি  ইস্পাত সচিব সহ একটি টেকনিক্যাল এক্সপার্ট টিম কে এই দুই কারখানা ঘুরে দেখার জন্য অনুরোধ জানায়। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে কেন্দ্রিয় ইস্পাতমন্ত্রি  ইস্পাত সচিব এর পক্ষ থেকে দুই কারখানার বিভিন্ন বিষয়ে প্রশ্নের বিস্তারিত জবাব দেওয়া হয়েছে এবং দাবি সম্বলিত স্মারক লিপি জমা দেওয়া হয়েছে
  আজকের কনভেনশনে এই আলোচনার বিষয়ে বিস্তারিত বিবরন তুলে ধরা হয় । এছাড়াও সাম্প্রতিক একটি ওয়েব পত্রিকায় সেইলের চেয়ারম্যানের সাক্ষাৎকারে দুর্গাপুর ইস্পাত কারখানার জন্য তথাকথিত ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ‘( ই.ও.আই ) এর বিষয়টি যদি সত্যি হয় তবে দুর্গাপুরে আগুন জ্বলবে বলে কনভেনশন থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয় । আজকের কনভেনশনে বক্তব্য রেখেছেন যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি ও বিকাশ ঘটক , দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় , বিশ্বরূপ ব্যানার্জী , বিশ্বজিত বিশ্বাস , অনিত মল্লিক , বিশ্বনাথ মন্ডল, বিশ্বজিত সরকার , মধুসূধন পাল ( বেফি ) প্রমূখ ।







No comments:

Post a Comment