দুর্গাপুর,২৯শে আগস্ট : আজ সকালে ইস্পাতনগরীর বিধান ভবনে
দুর্গাপুর ইস্পাত কারখানা ও সেইলের অবসরপ্রাপ্ত
শ্রমিক-কর্মচারি-আধিকারিকদের বিনামূল্যে হেলথ চেক-আপ ক্যাম্প অনুষ্ঠিত হল । এক্স এমপ্লয়িজ
ওয়েলফেয়ার অ্যাসোঃ অফ ডি.এস.পি এ্যান্ড সেইল এর উদ্যোগে এবং মেডিকা সুপার ফেসিলিটি
হসপিটাল এর সহায়তায় এই ক্যাম্পে ৫১০ জনের হেলথ চেক-আপ করা হয় । সংগঠনের ডাকে কেরালার
বন্যা ত্রানের জন্য ৬৬০০ টাকা দান করেন সদস্যরা । উপস্হিত ছিলেন ডঃ নৃপেশ ভট্টাচার্য
, অশোক চক্রবর্তী,পি.কে.দাস প্রমূখ ।
Wednesday, 29 August 2018
Monday, 27 August 2018
কেরালার বন্যাত্রানে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রতিবন্ধী বন্ধুরা ।
দুর্গাপুর,২৭শে আগস্ট : আজ বিকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের
মধ্য দিয়ে দুর্গাপুরের প্রতিবন্ধী বন্ধুরা কেরালার বন্যাত্রানের জন্য সংগৃহিত অর্থ
ও নতুন জামা-কাপড় রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর মাধ্যমে পাঠানোর জন্য সংগঠনের পশ্চিম
বর্ধমান জেলা সম্পাদক শান্তিলাল কাঞ্জিলালের হাতে তুলে দিলেন । প্রতিবন্ধী বন্ধুদের
অনুরোধে তাদের পক্ষে শান্তিলাল কাঞ্জিলালের হাতে সংগৃহিত ২৫০০/- ও ও নতুন জামা-কাপড় তুলে দেন
দুর্গাপুর ( পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেব রায় । এছাড়াও , ভারতের কমিউনিস্ট পার্টি
( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির সম্পাদক দীপক ঘোষ তার সদ্য প্রয়াত
বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলাদা করে ২০০০/- টাকা বন্যাত্রানের জন্য দান করেন
। রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর
ইস্পাত কমিটির দফ্তরে দুর্গাপুর ইস্পাত ও দুর্গাপুর
পশ্চিম কমিটির পক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের
সদস্য ও নেতৃবৃ্ন্দ ছাড়াও উপস্হিত ছিলেন অনুপ
মিত্র , নিমাই ঘোষ,ধূর্জূটি ঘোষ, মহাদেব পাল,সুবীর সেনগুপ্ত প্রমূখ ।উপস্হিত সবাই কে
ধন্যবাদ জানিয়ে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন গৌম ঘোষ ।
Tuesday, 21 August 2018
দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানায় শ্রমিকদের বিক্ষোভ জমায়েত ।
দুর্গাপুর,২১শে আগস্ট : আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ
ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানায় এক গুচ্ছ
দাবিতে শ্রমিকরা বিক্ষোভ জমায়েত করেন । । এই দুই কারখানায় অবিলম্বে আধুনিকিকরন ও সম্প্রসারন
এবং অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারিকরনের উদ্যোগ বাতিলের দাবি জানানোর পাশাপাশি অবিলম্বে বেতন-চুক্তির আলোচনা ( এনজেসিএস) শুরু ও ফয়সালা
এবং বার্ষিক বোনাসের ন্যায়সংগত ফয়সালার দাবি জানানো হয় । প্রসংগত গত ২০ মাস ধরে রাষ্ট্রায়ত্ব
ইস্পাত সংস্হা সেইল ও আর.আই.এন.এল এর বেতন-চুক্তি বকেয়া পড়ে আছে । এমন কি বিগত বেতন-চুক্তি
মোতাবেক পেনশন ও হাউস রেন্ট অ্যালাউন্স এখনও চালু হয় নি । এছাড়াও শ্রমিকদের কর্মস্হলে
যথাযথ সুরক্ষা বিধি গ্রহনের জন্য দাবি জানানো হয় । বিক্ষোভ জমায়েত চলাকালিন ইউনিয়নের পক্ষ থেকে প্রতিনিধিদল গিয়ে কর্তৃপক্ষ
কে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দেন । দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের বিক্ষোভ
জমায়েত হয় ইডি ( ওয়ার্কস ) দফ্তরের সামনে । জমায়েতে বক্তব্য রেখেছেন বিশ্বরূপ ব্যানার্জী
, ললিত মিশ্র,সৌরভ দত্ত ও কবিরঞ্জন দাসগুপ্ত । মিশ্র ইস্পাত কারখানায় শ্রমিকদের বিক্ষোভ
জমায়েত হয় জিএম ইডি ( ওয়ার্কস ) দফ্তরের সামনে । জমায়েতে বক্তব্য রেখেছেন মলয় ভট্টাচার্য
,বিজয় সাহা ও তারক দাস । এখানে ঠিকা শ্রমিকরাও যোগ দেন । অন্যান্য দাবি-দাওয়ার সাথে
মিশ্র ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকদের ২০১৫ থেকে বকেয়া ভি.ডি.এ অবিলম্বে মিটিয়ে দেওয়ার
দাবি জানানো হয় ।
Thursday, 16 August 2018
সি.আই.টি.ইউ এর ডাকে ইস্পাতনগরীতে ‘সামুহিক জাগরন’ কর্মসূচী ঘিরে ব্যাপক সাড়া ।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে সি.আই.টি.ইউ-র পক্ষ থেকে
১৪ই আগস্ট দেশ জুড়ে ডাক দেওয়া হয়েছিল ‘সামুহিক জাগরন’-এর । জাগ্রত অমানিশায় অযুত
লক্ষ কন্ঠে আওয়াজ ওঠে ; ক্ষুধা–অপুষ্টি –নিরক্ষরতা-রুগ্নতা-বেকারী-ধারের বোঝা থেকে
আজাদি চাই।
ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে সি.আই.টি.ইউ-ভূক্ত ইউনিয়নগুলি সহ অন্যান্য
গন সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন গুলির অংশ গ্রহনে ১৪ই আগস্ট রাত ১০টা থেকে ১৫ই আগস্ট ভোর
৫টা-১৫ পর্যন্ত ‘সামুহিক জাগরন’ বহু মানুষ উপস্হিত ছিলেন। রঙিন আলোয় সেজে ওঠে বি.টি.রণদিভে
ভবনে । বি.টি.রণদিভে ভবনের প্রবেশ মুখে ছিল তোরন । স্বাধীনতা সংগ্রামে শহীদের প্রতিকৃতি
,পোষ্টার-ব্যানার-লাল পতাকায় দিয়ে সাজিয়ে তোলা হয় বি.টি.রণদিভে ভবন । কর্মসূচি পালনের
সাথে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান । অংশ নিয়েছিলেন শুভেন্দু মাইতি,পূরবি মুখার্জি
সহ দুর্গাপুর ও দুর্গাপুরের বাইরে বহু খ্যাতনামা শিল্পীরা । উপস্হিত ছিলেন রথীন রায়,
গৌরাঙ্গ চ্যাটার্জী , বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি,সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,বিপ্রেন্দু
চক্রবর্তী,পঙ্কজ রায় সরকার,জীবন রায়,পি.কে. দাস সহ অন্যান নেতৃবৃন্দ । অনুষ্ঠানের সূচনায়
বক্তব্য রাখেন সি.আই.টি.ইউ এর পঃ বঙ্গ রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ ব্যানার্জী । ১৫ই
আগস্ট ভোর ৫টা-১৫ তে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্বরূপ ব্যানার্জী ।
স্বাধীনতা দিবসে ইস্পাতনগরীতে পালিত হল মানব বন্ধন ।
দুর্গাপুর,১৬ই আগস্ট
: বামফ্রন্ট, অন্যান্য বাম ও সহযোগি দলগুলির ডাকে সারা রাজ্যের সাথে স্বাধীনতা দিবসে
ইস্পাতনগরীতে পালিত হল মানব বন্ধন । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর
ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির উদ্যোগে এ-জোনে আশিষ-জব্বার ভবনের সামনে এবং বি-জোনের
চন্ডিদাস বাজারে মানব বন্ধন পালিত হয় ।
চা শ্রমিকদের সমর্থনে ও জালিয়াতির পৌর নির্বাচনে তৃণমূলী-সন্ত্রাসে বি.টি.রণদিভে ভবনের ভাঙ্গচূরের প্রতিবাদে ইস্পাতনগরীতে বিশাল মিছিল ।
দুর্গাপুর , ১৬ই আগস্ট
: গত বছরে দুর্গাপুর পৌর নির্বাচনে তৃণমূলের ভয়ংকর সন্ত্রাস কেড়ে নিয়েছিল দুর্গাপুরের
মানুষের ভোটাধিকার । পৌর নির্বাচনের প্রাক্কালে নির্মম ভাঙ্গচূরের শিকার হয় ইস্পাতনগরীর
মানুষের অন্যতম স্নায়ু কেন্দ্র হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ
) দফ্তর বি.টি.রণদিভে ভবন । অন্যদিকে আন্দোলনরত উঃ বঙ্গের চা শ্রমিকদের উপরে নির্মম
দমনপীড়ন নামিয়ে এনেছে রাজ্যের তৃণমূল সরকার । মিথ্যা মামলায় জড়ানো হয়েছে চা শ্রমিকদের
ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ কে । এই দুই এর প্রতিবাদে সি.আই.টি.ইউ এর ডাকে আজ একটি বিশাল
মিছিল বি.টি.রণদিভে ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে তিলক-ডেভিড মোড়ে শেষ হয়
। মিছিলে নেতৃত্ব দিয়েছেন সন্তোষ দেবরায় , পঙ্কজ রায় সরকার,বিশ্বরূপ ব্যানার্জী প্রমূখ
।
Tuesday, 14 August 2018
সি.আই.টি.ইউ এর ডাকে ইস্পাতনগরীতে ‘গন রাত্রি-জাগরন’ কর্মসূচী ঘিরে প্রস্তুতি সম্পূর্ন ।
দুর্গাপুর,১৪ই আগস্ট :সারা দেশ যখন স্বাধীনতার ৭১তম
দিবস পালন করতে চলেছে তখন দেশের মানুষের সংকট চরম সীমা ছুঁতে চলেছে । শ্রমিকের
নূন্যতম মজুরী বলে কিছু নেই । নূন্যতম সহায়ক মূল্যের অভাবে লক্ষ লক্ষ চাষি
আত্মহত্যা করছেন । শিক্ষার বাণিজ্যিকরনে ছাত্রেদের ভবিষ্যৎ অন্ধকার । কারখানা নেই,চাকরী
নেই,এ দেশের যুবক কাছে দিন গোনা ছাড়া নেই কোন অবলম্বন । মহিলা-নারী-শিশুরা বিক্রি
হয়ে যায় ‘জিন্দা গোস্ত’ এর বাজারে । বাধা পেলে হয়ে যায় ‘ঠান্ডা লাশ’ – যার নাম
উচ্চারন তখন হয় ‘আইনের চোখে অপরাধ’ । দলিত-আদিবাসি-সংখ্যালঘু পিটিয়ে মেরে ‘জ্যান্ত লাশে’-র সারি তে নতুন করে
সংখ্যাবৃদ্ধির জন্য তৈরি হচ্ছে ‘অনুপ্রবেশকারির তালিকা’ । কেউ জানে না কে নিরাপদ ।নতুন
কারখানা হয় নি । পুরোনো কারখানা বন্ধ হয়ে যাচ্ছে । পরিকল্পিত ভাবে চলছে রাষ্ট্রায়ত্ব
ও জাতীয় শিল্প সংস্হার সংকোচন, ধ্বংস। লাটে
তোলা হচ্ছে খাদ্য নিরাপত্তা – ব্যাঙ্ক-বিমা । চাকরী হয় নি । বিদেশ থেকে কালো টাকা আসে নি । কিন্তু মোদি সরকারের আমলে ‘নিরাপত্তা’ পাওয়ার
জন্য জনগনের লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে বামাল কর্পোরেটরা ‘নীরব’-এ বিদেশে ‘বিজয়’
যাত্রা করেছে ।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে সি.আই.টি.ইউ-র পক্ষ থেকে
আজ সারা দেশ জুড়ে ডাক দেওয়া হয়েছে ‘সামুহিক জাগরন’-এর । জাগ্রত অমানিশায় অযুত লক্ষ
কন্ঠে উঠবে আওয়াজ ; ক্ষুধা–অপুষ্টি –নিরক্ষরতা-রুগ্নতা-বেকারী-ধারের
বোঝা থেকে আজাদি চাই।
ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে সি.আই.টি.ইউ-ভূক্ত ইউনিয়নগুলি সহ অন্যান্য
গন সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন গুলি আজ রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘সামুহিক জাগরন’-এর বিশাল প্রস্তুতি নিয়েছে
। রঙিন আলোয় সেজে উঠেছে বি.টি.রণদিভে ভবনে । দুটি পৃথক মঞ্চ ও ছাউনির ব্যবস্হা করা
হয়েছে । বি.টি.রণদিভে ভবনের প্রবেশ মুখে তৈরি হয়েছে তোরন । স্বাধীনতা সংগ্রামে শহীদের
প্রতিকৃতি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে । পোষ্টার-ব্যানার-লাল পতাকায় সেজে উঠেছে বি.টি.রণদিভে ভবন । সি.আই.টি.ইউ-র পঃ বঙ্গ রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ
ব্যানার্জী জানিয়েছেন যে কর্মসূচি পালনের সাথে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ।
অংশ নেবেন শুভেন্দু মাইতি,পূরবি মুখার্জি সহ দুর্গাপুর ও দুর্গাপুরের খ্যাতনামা শিল্পীরা
। উপস্হিত হয়েছেন রথিন রায়, গৌরাঙ্গ চ্যাটার্জী , বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি,সন্তোষ
দেবরায়,সুবীর সেনগুপ্ত সহ অন্যান নেতৃবৃন্দ ।
Saturday, 11 August 2018
প্রয়াত হলেন পার্টি সদস্যা শিবানী বিশ্বাস ।
দুর্গাপুর,১১ই আগস্ট : গত ৯ই আগস্ট দুর্গাপুরের মিশন
হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় প্রয়াত হয়েছেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ ।
তাঁর ইচ্ছানুসারে স্হানীয় আই কিউ সিটি হাসপাতালে তাঁর মরোণোত্তর দেহদান ও চক্ষুদান
করেন পরিবারের সদস্য বর্গ । প্রয়াত পার্টি সদস্যা শিবানী বিশ্বাসের স্বামী,মেয়ে ও দুই ছেলে
বর্তমান । ইস্পাতনগরীর গনতান্ত্রিক মহিলা সমিতির অগ্রগন্য সংগঠক প্রয়াত শিবানী বিশ্বাস
১৯৮৫ সালে পার্টি সভ্যপদ পেয়েছিলেন । তাঁর মরদেহ দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া পার্টি অফিসে
নিয়ে আসা হলে মরদেহে রক্তপতাকা অর্পন ও মাল্যদান করে শ্রদ্ধা জানান আল্পনা চৌধুরী ও
অন্যান্য নেতৃবৃন্দ ।
Monday, 6 August 2018
আবার এলো রে ফিরে রক্তস্নাত ৬ই আগস্ট ।
দুর্গাপুর , ৬ই আগস্ট : ৬ই আগষ্ঠ - দুর্গাপুরের প্রথম শহীদ যুগল - আব্দুল জব্বার
ও আশীষ দাসগুপ্ত এর শহীদ দিবস । ১৯৬৬ - গনআন্দোলনে
উত্তাল বাংলা উত্তাল দুর্গাপুর । ৫ই আগষ্ট , ১৯৬৬ - পুলিশ লেলিয়ে দিয়ে কাপুরুষের
মতো আক্রমন চালানো হয়েছিল শান্তিপূর্ন ভাবে আন্দোলনরত দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের
উপরে । পুলিশের লাঠির ঘায়ে মাথা চৌঁচির হয়ে যায় তরুন কমরেড আব্দুল জব্বারের । পরের
দিন ,৬ই আগষ্ট । ধর্মঘট আর মিছিলের মধ্য দিয়ে ,শাসকশ্রেনীর বর্বরতার জবাব দিয়েছিল
দুর্গাপুরের ইস্পাত শ্রমিক,মেহেনতী জনগন, গনতন্ত্রপ্রিয় মানুষ । ক্ষিপ্ত শাসকশ্রেনীর
পুলিশ, সে দিন ঠান্ডা মাথায় গুলি চালিয়ে
হত্যা করেছিল আশিস দাসগুপ্তকে । তিনি ছিলেন
দুর্গাপুরের ইস্পাত শ্রমিকদের আপন সংগঠন ,হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের সহ-সম্পাদক ও দুর্গাপুরের ইস্পাত কারখানার ওয়ার্কস
কমিটিতে নির্বাচিত অত্যন্ত জনপ্রিয় নির্বাচিত
শ্রমিক প্রতিনিধি । সারা বাংলা গর্জে উঠেছিল
এই বর্বরোচিত হত্যালীলার বিরুদ্ধে । দুর্গাপুর নেমে এসেছিল রাস্তায় । স্বাধীন ভারতের শ্রমিক আন্দোলনের নয়া রাস্তার নাম হোল,
আশিস -জব্বারের রক্তে ভেজা দুর্গাপুর। না । এই আত্মবলিদানের শেষ এখানেই শেষ নয় । ভারতের
শাসকশ্রেনীর হিংস্র আক্রমনের মুখোমুখি ব্যারিকেডের লড়াই এ দুর্গাপুরের
রক্তস্নাত ট্রেঞ্চে প্রান দিয়েছেন ৩৬ জন কমিউনিষ্ট ও বামপন্হী । আজ আবার আক্রান্ত
পঃ বঙ্গের গনতন্ত্র , মেহেনতি মানুষের অধিকার,ধর্মনিরপেক্ষতা । আক্রান্ত দুর্গাপুর। আজ আবার ৬ই আগষ্ট । ডাক দিচ্ছে উত্তরাধিকারীদের
দুর্গাপুরের ব্যারিকেড অক্ষুন্ন রাখার ।
আজ সকালে প্রথম অনুষ্ঠানটি হয় ইস্পাতনগরীর বি’জোনে ১নং বিদ্যাগর এভিন্যুর বি টি রণদিভে ভবনে । রক্তপতাকা উত্তোলন করেন , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি রথিন রায় ও স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ্ ইন্ডিয়ার পক্ষে অরুণ চৌধুরী । এরপরে ইস্পাত শ্রমিকরা বাইক মিছিল করে মূল অনুষ্ঠানস্হল ইস্পাতনগরীর আশিস মার্কেট পৌঁছান । রক্তপতাকা উত্তোলন করেন রথিন রায় । শহিদবেদিতে মাল্যদান করেন রথিন রায়,সন্তোষ দেবরায় ,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী,অর্ধেন্দু দাক্ষি,রাম পঙ্কজ
গাঙ্গুলী, মলয় ভট্টাচার্য সহ অন্যান্য পার্টি-নেতৃবৃন্দ ,বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও গণ-আন্দোলনের নেতৃবৃন্দ । জব্বারবাগেও শহীদবেদীতে মাল্যদান করেন নেতৃবৃন্দ ।
সকালে আরেকটি অনুষ্ঠানের হয় আশিস-জব্বার ভবনে । এখানে
রক্তপতাকা উত্তোলন করেন সন্তোষ দেবরায় । শহীদবেদীতে মাল্যদান করেন নেতৃবৃন্দ ।
বিকালে ইউনাইটেড কন্ট্রাকটার্স ওয়ার্কাস ইউনিয়নের ( UCWU) আয়োজিত শহীদ নিমাই
অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলায় ট্রাইব্রেকারে ৫-৩ গোলে তানসেন অ্যাথালেটিক ক্লাব কে হারিয়ে জয়ী
হয় ভারতী ভলিবল ক্লাব।নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ১-১ । বিজয়ী ও বিজিত দলের হাতে
ট্রফি তুলে দেন যথাক্রমে বিধায়ক সন্তোষ দেবরায় ও মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সুব্রত
সিনহা। মহঃ রফি ফেয়ার প্লে ট্রফি
জয়ী আই.এন দিশারীর হাতে ট্রফি তুলে দেন তাপস সরকার। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন
ভারতী ভলিবল ক্লাবের সুনীল মূর্মূ । উপস্হিত ছিলেন বিনয়েন্দ্রকিশোর চক্রবর্তী, রথিন রায়,মহাব্রত কুন্ডু,পঙ্কজ রায় সরকার, নিমাই ঘোষ,আশিষ
মিশ্র প্রমূখ ।
সন্ধ্যাবেলায় বি টি রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত কনভেনশনে বক্তব্য রাখেন সন্তোষ দেবরায় ও অর্ধেন্দু দাক্ষি । সভাপতিত্ব করেন রথিন রায় ।
কনভেনশনের শুরুতে শিশু শিল্পীরা
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এবং শহিদ দিবস উপলক্ষ্যে শিশু ও কিশোর-কিশোরীদের
জন্য আয়োজিত অংকন প্রতিযোগিতায় ও অভিভাবকদের জন্য আয়োজিত তাৎক্ষনিক প্রতিযোগিতায় বিজয়ীদের
হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।
Subscribe to:
Comments (Atom)








