Sunday 21 July 2019

গাছ বাঁচাও-পরিবেশ বাঁচাও ডাক দিয়ে পথে নামলেন লেখক-শিল্পীরা ।




দুর্গাপুর,২১শে জুলাই : ভয়াবহ সংকটের মুখোমুখি বিশ্ব পরিবেশ।তার অন্যতম কারন নির্বিচারে গাছ কেটে ফেলা । এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে ও নতুন গাছ লাগানোর জন্য জনসাধারন কে উৎসাহিত করতে পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত ২ আঞ্চলিক কমিটির ডাকে আজ ইস্পাতনগরীর রাস্তায় নামলেন লেখক-শিল্পীরা । সাথে ছিলেন শিশু শিল্পীরা । ট্রাঙ্ক রোড মোড়ে এই উপলক্ষ্যে পরিবেশ বাঁচানো,গাছ বাঁচানোর আবেদন জানিয়ে বিভিন্ন পোস্টার বুকে লাগিয়ে বিভিন্ন গাছের চারা তারা মানুষের কাছে বিতরন করেন।অনুষ্ঠানে উপস্হিত থেকে এই প্রয়াস কে সাধুবাদ জানান দুর্গাপুর(পূর্ব) এর বিধায়ক সন্তোষ দেবরায়। পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের পশ্চিম বর্ধমান জেলার যুগ্ম সম্পাদক সীমান্ত তরফদার বৃক্ষ রোপনের জন্য বিধায়কের হাতে একটি চারা গাছ তুলে দেন ।









No comments:

Post a Comment