Wednesday 31 July 2019

ইস্পাতনগরীতে পালিত হল মুন্সি প্রেমচাঁদের ১৩৯-তম জন্মবার্ষিকী ।




দুর্গাপুর,৩১শে জুলাই : আজ মহান সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের ১৩৯-তম জন্মবার্ষিকী । ইস্পাতনগরীতে আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে এই মহান সাহিত্যিক কে স্মরণ করা হলো । মুন্সি প্রেমচাঁদ সাংকৃতিক মঞ্চের পক্ষ থেকে সকালে ট্রাঙ্ক রোড মোড়ে মুন্সি প্রেমচাঁদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় । এই উপলক্ষ্যে সংস্হার পক্ষ থেকে মুন্সি প্রেমচাঁদের জীবন ও সাহিত্যকর্মের উপর হিন্দীতে প্রবন্ধ ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয় । স্কুল ও কলেজ পড়ুয়ারা  প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন । সন্ধ্যায় ইস্পাতনগরীর ফাইন আর্টস ক্লাবের প্রেক্ষাগৃহে এই উপলক্ষ্যে আয়োজিত সভায় মুন্সি প্রেমচাঁদের জীবন ও সাহিত্যকর্মের উপর আলোচনা করেন ডঃ সুনীল কুমার ‘সুমন’,ডঃ শশী কুমার শর্মা প্রমূখ । উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় । তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে মুন্সি প্রেমচাঁদের সাহিত্যে শ্রমিক-কৃষকের প্রতি শোষন-বঞ্চনা,নারীদের প্রতি অবিচার,দলিতদের উপর অত্যাচার,সাম্প্রদায়িকতার মতো ভারতের জ্বলন্ত সমস্যাগুলি ফুটে উঠেছে । ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর লেখনী ঝলসে ওঠে । ১৯৩৬ সালে লক্ষ্নৌতে তিনি ফ্যাসিবাদ বিরোধী লেখক-শিল্পীদের সম্মেলনে সভাপতিত্ব করেন ।
সভায় সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী মহেশ প্রসাদ ‘লিমকা’ । সভাপতিত্ব করেন  সুভাষচন্দ্র মিশ্র । সভা চলাকালিন প্রতিযোগিতায় সফল ও অংশগ্রহনকারিদের হাতে পুরস্কার ও সাম্মানিক তুলে দেওয়া হয় ।










No comments:

Post a Comment