Sunday 25 August 2019

কাশ্মীর নিয়ে বিজেপি-র অপপ্রচারের বিরুদ্ধে ধারাবিহিক প্রচার গড়ে তোলার আহ্বান ।





দুর্গাপুর,২৫শে আগষ্ট : আজ সন্ধ্যায় কাশ্মীর সংহতি মঞ্চের পক্ষ থেকে  ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে আয়োজিত “ প্রসঙ্গ কাশ্মীর : প্রচার ও বাস্তবতা “ – শীর্ষক আলোচনাসভা ঘিরে  উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় । বৃষ্টি উপেক্ষা করে আসা আগত মানুষের ভীড়ে ভবন উপচে পড়ে । বক্তব্য রাখতে গিয়ে মূল আলোচক ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী বলেন সুপ্রিম কোর্ট ৩৭০ ধারা কে স্হায়ী ধারা বলে রায় দিলেও মোদি সরকার অগনতান্ত্রিকভাবে এই ধারা বাতিল করেছে যে ধারায় কাশ্মীরের স্বায়ত্বশাসনের সুরক্ষার সাথে সাথে কাশ্মীরের ভারতভূক্তি কে স্হায়ীত্ব দিয়েছিল । এই ধারা বাতিলের মধ্যে দিয়ে আরএসএস-বিজেপি যে কেবল কাশ্মীরের জনগনের উপর আঘাত নামিয়ে আনছে তাই নয়,এটা কার্যতঃ ভারতের সংবিধান,ভারতীয় জনগনের গনতান্ত্রিক অধিকারের উপর আঘাতের পূর্বাভাষ দিচ্ছে । তাই সিপিআইএম ,দেশব্যাপি কাশ্মীর নিয়ে প্রকৃত চিত্র তুলে ধরার কর্মসূচী নিয়েছে । আলোচনার শেষে প্রশ্নোত্তর পর্বে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ।
       আলোচনা সভায়  কাশ্মীরের সাম্প্রতিক পরিস্হিতির প্রসঙ্গে প্রস্তাব পাঠ করে দুর্গাপুর ( পূর্ব) এর বিধায়ক সন্তোষ দেবরায় আরএসএস-বিজেপি-র হিন্দু রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাশ্মীরে অগনতান্ত্রিক ভাবে ৩৭০ ধারা বাতিলের পদক্ষেপ কে সার্বিক বিরোধীতার আহ্বান জানালে, হল-ভর্তি মানুষ হাত তুলে কাশ্মীরের জনগনের প্রতি সংহতি জানিয়ে প্রস্তাব কে সমর্থন জানান । এছাড়াও বক্তব্য রাখেন প্রবীন শ্রমিক নেতা রথিন রায় ।














No comments:

Post a Comment