Tuesday 6 August 2019

রক্তে রাঙ্গা ৬ই আগষ্ট-ফিরে দেখা,এগিয়ে যাওয়ার অঙ্গীকার ।




দুর্গাপুর ,৬ই আগষ্ট : ইস্পাত নগরীর আষ্ঠেপৃষ্ঠে বাঁধা ৬ই আগষ্ঠ - নগরীর প্রথম শহীদ যুগল,কমরেড আব্দুল জব্বর ও কমরেড আশিস দাসগুপ্ত এর শহীদ দিবস । ১৯৬৬ - উত্তাল বাংলা উত্তাল দুর্গাপুর । ৫ই আগষ্ট , ১৯৬৬ -  পুলিশ লেলিয়ে দিয়ে  কাপুরুষের  মতো আক্রমন চালানো হয়েছিল শান্তিপূর্ন  ভাবে আন্দোলনরত দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের উপরে।পুলিশের লাঠির ঘায়ে মাথা চৌচির হয়ে যায়।মৃত্যু হয় তরুন কমরেড আব্দুল জব্বরের । পরের দিন , ৬ই আগষ্ট । ধর্মঘট আর মিছিলের মধ্য দিয়ে , শাসকশ্রেনীর বর্বরতার জবাব দিয়েছিল দুর্গাপুরের ইস্পাত শ্রমিক , মেহেনতী জনগন , গনতন্ত্রপ্রিয় মানুষ । ক্ষিপ্ত শাসকশ্রেনীর পুলিশ, সে দিন  ঠান্ডা মাথায় গুলি চালিয়ে হত্যা করেছিল কমরেড আশিস দাসগুপ্তকে । তিনি ছিলেন দুর্গাপুরের ইস্পাত শ্রমিকদের আপন সংগঠন , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( HSEU )  যুগ্ম-সম্পাদক ও দুর্গাপুরের ইস্পাত কারখানার ওয়ার্কস কমিটিতে নির্বাচিত  অত্যন্ত জনপ্রিয় নির্বাচিত শ্রমিক  প্রতিনিধি । সারা বাংলা গর্জে উঠেছিল এই বর্বরোচিত হত্যালীলার বিরুদ্ধে । দুর্গাপুর নেমে এসেছিল রাস্তায় । স্বাধীন ভারতের শ্রমিক আন্দোলনের নয়া রাস্তার নাম হোল, আশিস-জব্বরের রক্তে ভেজা- দুর্গাপুর । না এই আত্মবলিদানের শেষ এখানেই শেষ নয় । ভারতের শাষকশ্রেনীর হিংস্র শ্রেনী আক্রমনের মুখোমুখি ব্যারিকেড বৃহত্তর  দুর্গাপুরের রক্তস্নাত ট্রেঞ্চে প্রান দিয়েছেন ৩৮ জন বামপন্হী। আজ আবার আক্রান্ত পঃ বঙ্গের গনতন্ত্র ,মেহেনতি মানুষের অধিকার । আক্রান্ত  সাম্প্রদায়িক সম্প্রীতি,জাতীয় ঐক্য ও সংহতি। অন্য দিকে , দুর্গাপুর শিল্পাঞ্চলেরশিল্প-ধ্বংসেরনীতি নিয়েছে কেন্দ্র রাজ্য উভয় সরকার শিল্পাঞ্চলের প্রান-ভোমরা রাষ্ট্রায়ত্ব শিল্প অবলুপ্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ৬টি রাষ্ট্রায়ত্ব কারখানা সহ ২৫ টি কারখানা বন্ধ হয়ে গেছে লক্ষাধিক শ্রমিক কাজ হারিয়েছে। নতুন কোন শিল্প আসে নি ।মোদি সরকার অ্যালয় স্টিল প্ল্যান্টর জন্য মৃত্যু পরোয়ানা জারি করেছে। লোকের মুখে মুখে প্রশ্ন ঘুরছে,মোদি-দিদি- সৌজন্যে দুর্গাপুর কিদুর্দশাপুরহয়ে যাবে ?দুর্গাপুরের মানুষের দুর্দশার জন্য আজ তৃণমূল বিজেপি আজ আসামীর কাঠগড়ায় । আজ আবার ৬ই আগষ্ট , ডাক দিচ্ছ উত্তরাধিকারীদের,১৯৬৬-র অপরাজেয় দুর্গাপুরের ব্যারিকেড অক্ষুন্ন রাখার ।
আজ সকালে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ইস্পাতনগরী সহ গোটা দুর্গাপুরে পালিত হয় দুর্গাপুরের প্রথম শহীদদ্বয় আশিস-জব্বার সহ দুর্গাপুরের সব শহীদদের স্মরনে শহীদ দিবস সকালে বি.টি.রণদিভে  ভবনে ( ১নং বিদ্যাসাগর এভিন্যু ) রক্তপতাকা উত্তোলন করেন রথিন রায় অরুন চৌধুরী পরে আশিস মার্কেটের  মূল অনুষ্ঠানে আশিস-জব্বার ভবনে রক্তপতাকা উত্তোলন করেন করেন রথিন রায় শহীদবেদীতে মাল্যদান করেন রথীন রায়,সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত, বিশ্বরূপ ব্যানার্জী,অরুন চৌধুরী,আল্পনা চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এই উপলক্ষ্যে আশিস-জব্বার ভবনের সামনে বৃক্ষ-রোপন কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষ-রোপন করেন রথীন রায়,সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ । বিকালে,বি টি রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত কনভেনশনে বক্তব্য রাখেন উজ্জল গণ,সুরজিত ঘোষ ও নন্দলাল দাস । সভাপতিত্ব করেন আর.পি.গাঙ্গুলী ।সঞ্চালনা করেন স্বপন মজুমদার।






























No comments:

Post a Comment