Thursday 29 August 2019

শ্রমিক আন্দোলন কে আরও বিস্তারিত করার ডাক ।




দুর্গাপুর,২৯শে আগস্ট : সারা দেশে নতুন করে শক্তির ভারসাম্য শ্রমিক আন্দোলনের অনুকূলে নিয়ে আসার জন্য শ্রমিক আন্দোলন কে আরও বিস্তারিত করার ডাক দিয়েছে সি.আই.টি.ইউ । সম্প্রতি কর্নাটকের হাসনে অনুষ্ঠিত সি.আই.টি.ইউ এর সর্বভারতীয় জেনারেল কাউন্সিলের সভা থেকে এই বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহন করা হয় । আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ) এর পক্ষে আয়োজিত শ্রমিক কনভেনশনে এই পরিকল্পনার বিষয়ে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী । এই বিষয়ে বলতে গিয়ে তিনি দুর্গাপুরের উদাহরন টেনে বলেন যে কিভাবে অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরন বিরোধী আন্দোলন আস্তে আস্তে ডি.পি.এল সহ অন্যান্য শিল্পে ছড়িয়েছে । তিনি সর্বস্তরের শ্রমিকদের ঐক্যবদ্ধ করার জন্য সি.আই.টি.ইউ কে অগ্রনী ভূমিকা পালনের সাথে সাথে  যৌথ আন্দোলনের বিস্তার ঘটানোর আহ্বান জানান । এছাড়াও বক্তব্য রাখেন ললিত মিশ্র । সাম্প্রতিক দিল্লিতে অনুষ্ঠিত এশিয়া-ওশেনিয়া অঞ্চলে গড়ে ওঠা “রিকেপ” ( রিজিওন্যাল কম্প্রিহেনসিভ ইকনমিক পার্টনারশিপ ) অর্থনৈতিক সহযোগিতা গোষ্ঠির মুক্ত বানিজ্য কি ভাবে ভারতের শ্রমিকদের জীবন-জীবিকার ওপরে বিরূপ প্রভাব ফেলতে চলেছে,সেই বিষয়ে তিনি ব্যাখ্যা করেন । সভাপতিত্ব করেন রামপঙ্কজ গাঙ্গুলী ।



No comments:

Post a Comment