Saturday 31 August 2019

যথাযোগ্য মর্যাদার সাথে ইস্পাতনগরীতে পালিত হলো গন-আন্দোলনের শহীদ দিবস ।




দুর্গাপুর, ৩১শে আগস্ট: আজ ইস্পাতনগরীতে পালিত হলো গন-আন্দোলনের শহীদ দিবস ।১৯৫৯ সালে ৩১শে আগস্ট কলকাতায় খাদ্য আন্দোলনের জমায়েত ওপরে তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ নৃশংসভাবে হামলা চালিয়ে ৮০ জনের বেশী আনেদালনকারী কে পিটিয়ে খুন করে ।প্রায় ৪০০০ জন জখম হয়েছিলেন ।এই ঘটনার স্মরণ প্রতি বছর খাদ্য আন্দোলনের শহীদদের সাথে অন্যান্য গন আন্দোলনের শহীদদের স্মরণ করা হয় ।
আজ সকালে আশিস-জব্বার ভবনে শহীদ স্মরণে রক্ত পতাকা উত্তোলন করেন সন্তোষ দেবরায় ।শহীদ বেদীতে মাল্যদান করেন সন্তোষ দেবরায়, সুবীর সেনগুপ্ত, কাজল চ্যাটার্জি, দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
সন্ধ্যায় ইস্পাতনগরীর কনিষ্ক-লিঙ্ক রোড মোড়ে আয়োজিত সভায় বর্তমান পরিস্থিতিতে তীব্র গন আন্দোলন গড়ে তোলার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে আজও কিভাবে ১৯৫৯ সালের খাদ্য আন্দোলন প্রেরণা যোগায়, তা বক্তারা তুলে ধরেন ।বক্তব্য রেখেছেন আশিস মিশ্র ও কবিরঞ্জন দাশগুপ্ত ।












No comments:

Post a Comment