Wednesday 18 December 2019

দেশ বাঁচাতে ৮ই জানুঃ প্রতিবাদে স্তব্দ্ধ হবে সারা দেশ : দিপক দাসগুপ্ত




দুর্গাপুর,১৮ই জানুঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন সি.আই.টি.আই এর সর্বভারতীয় নেতা দিপক দাসগুপ্ত । তিনি বলেন যে দেশের অর্থনীতি কে উদারনীতির করালগ্রাসের হাত থেকে বাঁচাতে ১৯৯১ সাল থেকে ১৮ ধর্মঘট হয়েছে । ২০১১ সালের পর থেকে রাজ্যে তৃণমূল সরকার আসার পরে ধর্মঘটের অধিকার কেড়ে নিতে সব ধরনের চেষ্টা চালয়েও ব্যর্থ হয়েছে । এবারেও সফল হবে না ।কর্পোরেট-বন্ধু  মোদি সরকার উদারনীতির ব্যপক প্রয়োগ করে দেশের অর্থনীতি কে গভীর মন্দার দিকে ঠেলে দিয়ে শ্রমিক সহ খেটেখাওয়া-মধ্যবিত্ত মানুষ কে চরম সংকটে ফেলছে শুধু তাই নয় রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র কে কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে । এর বিরুদ্ধে প্রতিবাদ স্তব্দ্ধ করতে এনআরসি,নাগরিকতা সংশোধনী আইন প্রভৃতির মত বিভাজন নীতি গ্রহন করে দেশ কে ভয়ংকর দিকে ঠেলে দিচ্ছে । এই ভয়াবহ নীতর বিরুদ্ধে আগামী ৮ই জানুঃ কেবলমাত্র শ্রমিক বা ট্রেড ইউনিয়ন নয় দেশের নাগরিকরা সাধারন ধর্মঘটে অংশগ্রহন করবেন । তিনি দুর্গাপুরের সংগ্রামী ঐতিহ্য কে স্মরণ করে আগামী ৮ই জানুঃ সর্বাত্মক ধর্মঘটের আহ্বান জানান ।
    এর আগে চিত্তরঞ্জন থেকে রাজভবন পর্যন্ত লং মার্চে দুর্গাপুর থেকে অংশগ্রহনকারী ২১ জন পদযাত্রী কে দুর্গাপুর ইস্পাত ট্রেড ইউনিয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জানান হয় । পদযাত্রীদের হাতে স্মারক উপহার তুলে দেন দিপক দাসগুপ্ত,বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি,সন্তোষ দেবরায়,বিপ্রেন্দু চক্রবর্তি, সুবীর সেনগুপ্ত, বিশ্বরূপ ব্যানার্জি প্রমূখ ।পদযাত্রীদের পক্ষ থেকে অভিজ্ঞতা বর্ণনা করেন অনিতা সরকার ও হৃদয় পাল ।  গণসংঙ্গীত পরিবেশন করে লহরী শিল্পী গোষ্ঠি । সভাপতিত্ব করেন মলয় ভট্টাচার্য । সঞ্চালনা করেন স্বপন মজুমদার ।
































No comments:

Post a Comment