Thursday 19 December 2019

নাগরিকত্ব সংশোধনী আইন-এনআরসি-এনপিআর বিরোধিতায় ইস্পাতনগরী বিক্ষোভে উত্তাল।




দুর্গাপুর,১৯শে ডিসেঃ : আজ সারা দেশে ও রাজ্যে ১৭টি বাম ও সহযোগী দলসমূহের আহ্বানে ইস্পাতনগরীও দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করা এবং ধর্মীয় বিভাজনের লক্ষ্যে নাগরিকত্ব সংশোধনী আইন-এনআরসি-এনপিআর বিরোধিতায় বিক্ষোভে উত্তাল হল। ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও এরিয়া কমিটির যৌথ উদ্যোগে আজ সন্ধ্যায় আশিস মার্কেট,চন্ডিদাস বাজার ও কবিগুরু মোড়ে ( দ্বিতীয় ) তিনটি পৃথক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । প্রতিটি সভায় নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিলিপি পোড়ানো হয় । আশিস মার্কেটের সভা শেষ হলে এক বিশাল বাইক মিছিল বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজার ও পড়ে কবিগুরু মোড়ে ( দ্বিতীয় ) যায় । উপস্হিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি, দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি প্রমুখ ।
 এদিকে আজ সকালে,সি.আই.টি.ইউ এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে ইস্পাত শ্রমিকরা দলে দলে জড়ো হয়ে নাগরিকত্ব সংশোধনী আইন-এনআরসি-এনপিআর বিরোধিতায় বিক্ষোভে দেখান । পরে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিলিপি পোড়ানো হয় ।




























No comments:

Post a Comment