Monday 9 December 2019

থ্যালাসেমিয়া রোগিদের জন্য ইস্পাতনগরীতে পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর উদ্যোগে রক্তদান শিবির ।




দুর্গাপুর,৯ই ডিসেঃ : আজ ইস্পাতনগরীর এ’জোনে পাঁচমাথা মোড় সংলগ্ন পাবলিক হেলথ-স্হিত পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দফ্তরে এক মহতী রক্তদান শিবিরে প্রতিবন্ধী ও মহিলা সহ ৩৩ জন রক্তদান করেন । এই উপলক্ষ্যে উপস্হিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কান্তি গাঙ্গুলি,প্রাক্তন সাংসদ সুনীল খান,অর্ধেন্দু দাক্ষি,ডঃ দিবাকর রায়,সুদেব রায় প্রমুখ । এই উপলক্ষ্যে পালিত হয় বৃক্ষ রোপন ও সাংস্কৃতিক কর্মসূচী । প্রতিবন্ধী শিশু শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন । বক্তব্য রাখতে গিয়ে উদ্যোগক্তাদের ধন্যবাদ জানিয়ে কান্তি গাঙ্গুলি বলেন যে দেশে বর্তমানে প্রতিবন্ধীদের সংখ্যা প্রায় ১২ কোটি । অথচ তাদের জন্য প্রয়োজনীয় আইনি অধিকার অপ্রতুল । আবার আইন লাগু করার জন্য গড়িমসি চলছে । তিনি এই বিষয়ে প্রতিবন্ধী ও তাদের পরিবারবর্গ কে আরও সচেতন হওয়ার সাথে সাথে সমাজের সচেতন,অগ্রসর অংশের মানুষদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান ।



































No comments:

Post a Comment