Sunday 22 December 2019

শ্রমিক মিলন উৎসবে মাতোয়ারা হল নেহেরু স্টেডিয়াম ।




দুর্গাপুর,২২শে ডিসেঃ : আজ সকাল থেকে সন্ধ্যা অবধি ইস্পাতনগরীর নেহেরু স্টেডিয়ামে চলল শ্রমিক মিলন উৎসব । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর  আয়োজিত শ্রমিক মিলন উৎসবে চতুর্থ বর্ষে পা দিল । দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মরত স্হায়ি,ঠিকা ও অবসরপ্রাপ্ত শ্রমিক,তাদের পরিবারবর্গ সহ বেকার যুবক ও ছাত্ররা  প্রতি বছরের মতো এবারও মিলন উৎসবে যোগদান করেন । শিশু-কিশোর-কিশোরীদের কলতানে মুখর মিলন উৎসবে মেতেন সকলেই । খাওয়া-দাওয়ার পাশাপাশি চলতে থাকে স্পোর্টস,গান-বাজনা-আবৃতি-নাচ-ক্যুইজ প্রতিযোগিতা ।মিশন হাসপাতালের সহায়তায় বিনামূল্যের স্হাস্হ্য পরীক্ষা শিবিরে বহু মানুষ স্হাস্হ্য পরীক্ষা করান। সকালে উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়,ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্গাপুর ইস্পাতের ইডি ( পি এ্যান্ড এ ) পি.কে.প্রধান এবং স্হাস্হ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন কে.এন. ঠাকুর( ডাইরেক্টর,মেডিক্যাল এ্যান্ড হেলথ সার্ভিস)। এছাড়াও উপস্হিত ছিলেন মিশন হাসপাতালের সুপারিন্টেড পার্থ পাল  সহ দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের বিভিন্ন আধিকারকরা । সারা দেশ ও রাজ্যে যে বিভাজনের রাজনীতি চলছে তাকে ফুৎকারে উড়িয়ে এ বছরের মিলন উৎসব শেষ হোল । খেলাধূলার জন্য পরিচিত ঐতিহ্যবাহী নেহেরু স্টেডিয়ামের মাঠে এখনও আনাচে-কানাচে ছড়িয়ে আছে লোকসভা নির্বাচনের সময়ে প্রধানমন্ত্রীর প্রচার সভার দগদগে স্মৃতি । আজকের মিলন উৎসব নতুন পথা চল শুরু হল বলে মনে করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর নেতৃত্ব । ইউনিয়নের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি বলেন যে আগামী ৮ই জানুঃ দেশব্যাপি ধর্মঘটের প্রস্তুতির মধ্যেই শ্রমিক, তাদের পরিবর্গ ও ছাত্র-যুবদের মিলন উৎসব ঐক্যের মেল-বন্ধন প্রসারিত করবে ।





























 

No comments:

Post a Comment