Saturday 10 October 2020

নয়া শিক্ষা নীতির মাধ্যমে শিক্ষার বেসরকারীকরনের সাথে বাজারীকরন করার রাস্তা খুলবে : ডঃ মালিনী ভট্টাচার্য ।

 


দুর্গাপুর,১০ই অক্টো : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর রবীন্দ্র ভবনে আয়োজিত ,”নতুন জাতীয় শিক্ষানীতি – ভারতীয় শিক্ষা ব্যবস্হায় তার প্রভাব”- শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন প্রাক্তন সাংসদ,নারী আন্দোলনের নেত্রী ও বিশিষ্ট শিক্ষাবীদ ডঃ মালিনী ভট্টাচার্য । তিনি আরও বলেন যে ‘মাল্টি ডিসিপ্লিনারি অ্যাকসানের’ নামে শিশু বয়স থেকে ছাত্র-ছাত্রীদের রোবট করে গড়ে তোলার প্রক্রিয়া তোলার কথাই হল নয়া শিক্ষা নীতির মূল নির্যাস । সরকারী শিক্ষা ব্যবস্হা ও জন শিক্ষা ব্যবস্হা থেকে সরকার কে সরিয়ে নিয়ে এসে শিক্ষা ব্যবস্হা কর্পোরেটদের মুনাফা তৈরি মৃগয়া ক্ষেত্রে পরিনত করার লক্ষ্যে মোদি সরকার রাতারাতি এই নয়া শিক্ষা নীতি নিয়ে এসেছে । এই সর্বনাশা নয়া শিক্ষা নীতি বাতিলের দাবিতে তিনি বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ।

    এর আগে আলোচনা সভার সভাপতিত্ব করে দুর্গাপুর( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় বলেন যে কেন্দ্রে বিজেপি ও রাজ্যে তৃণমূলের ফ্যাশিষ্ট কায়দায় সরকার পরিচালনার মধ্য দিয়ে ‘দমবন্ধ’ করা পরিস্হিতি তৈরি হয়ছে । কিন্তু তার মধ্যেও বিভিন্ন গন আন্দোলন গড়ে উঠেছে । রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র বাঁচাতে,সংবিধান রক্ষা করতে,গনতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বৃহত্তর ও ঐক্যবদ্ধ গন আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি । অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন পঙ্কজ রায় সরকার, নির্মল ভট্টাচার্য,মহাব্রত কুন্ডু,সীমান্ত তরফদার,রামপ্রনয় গাঙ্গুলি,সোমনাথ গাঙ্গুলি,মিতা ভট্টাচার্য প্রমুখ ।আজকের আলোচনা সভার উদ্যোক্তা ছিল পশ্চিম বঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ইস্পাত ২ অঞ্চল কমিটি ও পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের এ-জোন চক্র । সহযোগিতা করেছে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ইস্পাত ৩ অঞ্চল কমিটি ও ভারতের ছাত্র ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত শাখা ।












No comments:

Post a Comment