Thursday 8 October 2020

সিআইটিইউ এর ডাকে অবিলম্বে কোয়ার্টার-জমি লিজ/লাইসেন্সে সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাতের নগর প্রশাসনিক ভবনে প্রবল বিক্ষোভ,গন অবস্হান।

 


দুর্গাপুর,৮ই অক্টোঃ : আজ বিকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ) ডাকে অবিলম্বে কোয়ার্টার-জমি লিজ/লাইসেন্সে সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাতের নগর প্রশাসনিক ভবনে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা প্রবল বিক্ষোভ দেখান ও গন অবস্হান করেন।ইউনিয়নের পক্ষ থেকে বিগত বেশ কয়েক বছর ধরে একক ও যৌথ ভাবে - ইস্পাতনগরীর যে কোয়ার্টারে বসবাস করছেন,ইচ্ছুক কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা সেই  কোয়ার্টারের লীজ/লাইসেন্স এর সুযোগ,সেইলের অন্য প্ল্যান্টের মত গ্র্যাচুইটি থেকে কেটে নেওয়া বাড়ী ভাড়া বাবদ টাকা অবিলম্বে ফেরৎ,লাইসেন্সিং কে লীজে পরিবর্তন , কোম্পানীর উদ্বৃত্ত জমিতে লীজের ভিত্তিতে জমির প্লট/ গ্রুপ হাউসিং এর সুবিধা,ইস্পাতনগরীর হাসপাতাল-জল-বিদ্যুৎ-রাস্তা-নিকাশী ব্যবস্হা সহ সামগ্রিক নাগরিক পরিষেবার আধুনিকীকরন ও কর্মরতদের জন্য আধুনিক টাউনশীপ গড়ে তোলার দাবিতে লাগাতার লড়াই চালানো হচ্ছে । আংশিক দাবী আদায় হলেও অধিকাংশ  দাবীগুলি অযৌক্তিতত ভাবে মানা হচ্ছে না বলে , দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে ইউনিয়ন নেতৃত্ব অভিযোগ করেছেন ।আজকের গন অবস্হানে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,প্রকাশতরু চক্রবর্তি,মলয় ভট্টাচার্য,গুরুপ্রসাদ ব্যানার্জি,অমিয় বাওরা ও দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায়। বক্তারা অভিযোগ করেন যে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ একতরফা ভাবে কোয়ার্টারের লীজ/লাইসেন্স বন্ধ করে দিয়েছে। বিগত ৬/১০/২০১৬ তারিখে কর্তৃপক্ষ সার্কুলার (নং-এস্টেট/লাইসেন্স-১৬/টিএ/২০১৬) জারি রে ক্যাটাগরি-১ ও ২ কোয়ার্টারের লাইসেন্স দেওয়ার কথা জানিয়েও রহস্যময় কারনে পিছিয়ে যায় । এ দিকে ইস্পাতনগরীর উদ্বৃত্ব জমি-কোয়ার্টার-বিভিন্ন ভবন-স্কুল-পার্ক এক শ্রেনীর অসাধু লোক দখল করে বিক্রী করছে । ফলে দুর্গাপুর ইস্পাত কারখানা বিপুল পরিমানে রাজস্ব আয় হারাচ্ছে । অথচ উদ্বৃত্ব জমি-কোয়ার্টার-বিভিন্ন ভবন-স্কুল-পার্ক লিজ/লাইসেন্সে দিলে সহজেই নিয়মিত আয়ের রাস্তা খুলে যাবে। গন অবস্হান  চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল টিএস ( সিজেএম) রজত সিনহার কাছে দাবী সম্বলিত স্মারক লিপি জমা দিয়ে ,অবিলম্বে ব্যবস্হা গ্রহনের জন্য দাবী জানান । পরে ইউনিয়নের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে কর্তৃপক্ষ জানিয়েছেন যে ইস্পাতনগরীর সাড়ে ১৩ কিমি রাস্তা সারাই,জঙ্গল সাফাই, কোয়ার্টারের ছাদ-জানলা-দরজা মেরামতির জন্য টাকা মঞ্জুর করেছে। জমি লিজ এর বিষয়ে আগামীকাল এডিডিএ-র সাথে কর্তৃপক্ষ আলোচনায় বসবে । ইউনিয়নের দাবি মেনে লিঙ্ক রোড- এস.এন.ব্যনার্জি-সেকেণ্ডরী রোডে ভারী যান চলাচল বন্ধ করা হবে । কোয়ার্টার-জমি লিজ/লাইসেন্সের বিষয়ে অবিলম্বে আলোচনা শুরু হবে।












No comments:

Post a Comment