Saturday 3 October 2020

হাতরাস সহ উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষন,নারী-হত্যা ও সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আজও উত্তাল ইস্পাতনগরী :অনুষ্ঠিত হল বিশাল মিছিল ও প্রতিবাদ সভা ।

 


দুর্গাপুর,৩রা অক্টোঃ : আজ নিয়ে উপর্যুপরি দ্বিতীয় দিন হাতরাস সহ উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষন,নারী-হত্যা ও সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ইস্পাতনগরী উত্তাল হয়ে উঠল।পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ইস্পাত শাখা (দুর্গাপুর ) ও শ্রমজীবি মহিলা শাখা (সিআইটিইউ)-র ডাকে এবং সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ইস্পাত ৩ আঞ্চলিক কমিটির সক্রিয় সহযোগিতায় আজ সন্ধ্যায় বিশাল মিছিল অনুষ্ঠিত হল । হর্ষবর্ধন রোডে ডঃ বি আর আম্বেদকার এর মুর্তির সামনে থেকে মিছিল বেরিয়ে যায় স্টিল মার্কেটে । সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মিতা ভট্টাচার্য ও তমালি ভট্টাচার্য । সঙ্গীত পরিবেশন করেন জয়তী হাজরা । এছাড়াও উপস্হিত ছিলেন নির্মল ভট্টাচার্য,সন্দীপ পাল,প্রসূন পালিত,মলয় ভট্টাচার্য,সীমন্ত চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

















 

No comments:

Post a Comment