Wednesday 7 October 2020

রাস্তা-ঘাটের বেহাল দশা :রাজ্য ও কেন্দ্রের প্রতিশ্রুতি নিয়ে সন্দিহান দুর্গাপুর (পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় ।

 


দুর্গাপুর,৭ই অক্টোঃ : পশ্চিম বর্ধমান জেলা সহ রাজ্যের সর্বত্র রাস্তা-ঘাটের বেহাল দশার কথা জানিয়ে অবিলম্বে মেরামতির দাবি জানিয়ে রাজ্য ও কেন্দ্রের ভারপ্রাপ্ত মন্ত্রীদের চিঠি দিয়েছিলেন দুর্গাপুর (পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়।রাজ্য সরকারে থেকে এখনও পর্যন্ত প্রাপ্তি স্বীকার করে কোন চিঠি পাঠানোর সৌজন্য পর্যন্ত দেখানো হয় নি বলে বিধায়ক ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছে যে সরকারি ব্যয়ে “পথশ্রী” বিজ্ঞাপনে ভরিয়ে দেওয়া হলেও,গোটা রাজ্য ও জেলায় রাস্তা-ঘাটের বেহাল দশার কোন উন্নতি দেখা যাচ্ছে । প্রতিদিন ভাঙ্গাচোরা রাস্তা-ঘাটের জন্য দূর্ঘটনা ও প্রান হানি বেড়েই চলেছে । তিনি এই প্রসঙ্গে গতকাল কাঁকসাতে ঘটে যাওয়া ভয়াবহ পথ দূর্ঘটনার কথা উল্ল্যেখ করেন । এ দিকে,জাতীয় সড়ক ও সার্ভিস রোড মেরামতির দাবি জানিয়ে  বিধায়কের প্রেরিত গত ১৩ই সেপ্টেঃ এর চিঠির প্রাপ্তি স্বীকার ও রাস্তা মেরামতির আশ্বাস দিয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত মন্ত্রী নীতিন গদকরি বিধায়ক কে চিঠি দিলেও কাজের কাজ এখনো কিছুই হয় নি বলে অভিযোগ করেছেন সন্তোষ দেবরায়। তিনি বলেছেন যে,”মানুষ কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের প্রতি ভরসা রাখতে পারছেন না । তাই বিজ্ঞাপনে “পথশ্রী” অথবা লিখিত প্রতিশ্রুতি দিয়ে কোন লাভ হবে না । সমস্যা সমাধানে দরকার জরুরী ভিত্তিতে গোটা রাজ্য ও জেলায় রাস্তা-ঘাটের মেরামতি ।“

No comments:

Post a Comment