দুর্গাপুর,১০ই অক্টো : আজ বিকালে ইস্পাতনগরীর ট্রাঙ্ক রোডে চিত্তব্রত মজুমদার ভবনে
সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে প্রতিবন্ধী এবং রাজনৈতিক কারনে
দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে উচ্ছেদ ঠিকা শ্রমিক পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় । উপস্হিত ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,দিপক
ঘোষ,নিমাই ঘোষ,গৌতম ঘোষ প্রমুখ । প্রসঙ্গত,২০১১ সালে তৃণমূল সরকার গঠিত হওয়ার পরে,সিআইটিইউ
করার ‘অপরাধে’ দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে প্রায় ৪০০০ ঠিকা শ্রমিক কে শাসক দল কাজের
জায়গা থেকে উচ্ছেদ করে । এই উচ্ছেদ ঠিকা শ্রমিক পরিবার গুলি অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্যে
দিয়ে দিন কাটাচ্ছেন ।


No comments:
Post a Comment