Wednesday 10 February 2021

কোলকাতায় মহিলাদের শান্তিপূর্ণ আইন-অমান্য আন্দোলনে পুলিশের নৃশংস লাঠি-চার্জের প্রতিবাদে ইস্পাতনগরীতে মিছিল ।

 


দুর্গাপুর,১০ই ফেব্রুঃ : গতকাল কোলকাতায় সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি সহ ৪টি বামপন্হী মহিলা সংগঠন ও মহিলা কংগ্রেসের যৌথ আহ্বানে মহিলাদের  ধর্ণা ও আইন-অমান্য আন্দোলনে পুলিশের বর্বর আক্রমনের প্রতিবাদে আজ ইস্পাতনগরী গর্জে উঠল । এর প্রতিবাদে আজ বিকালে ইস্পাতনগরীর দু-প্রান্তে দুটি মিছিল বের হয়। সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির  বি-জোন আঞ্চলিক কমিটির ডাকে বিদ্যাসাগর এভিন্যু থেকে একটি মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে বি-জোন হেলথ সেন্টারের সামনে শেষ হয় । অন্যান গনতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ ও কর্মীরাও এই মিছিলে অংশগ্রহন করেন । মিছিলে হাঁটেন সুচিত্রা দাস,শেলী মন্ডল,স্বপন ব্যানর্জি,সুবীর সেনগুপ্ত,দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় প্রমুখ । অন্যদিকে সিপিআই-এম দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির যৌথ আহ্বানে এ-জোনের আশিস মার্কেট থেকে অপর মিছিলটি বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে হর্ষবর্ধন রোডে শেষ হয় । মিছিলে হাঁটেন মিতা ভট্টাচার্য,রাজলক্ষী সিনহা দে,মাধুরী দাস,নির্মল ভট্টাচার্য প্রমুখ ।











No comments:

Post a Comment