Sunday 14 February 2021

ইস্পাতনগরীতে বাংলার নবজাগরনে চিরস্মরনীয় দিকপাল ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ও অক্ষয় কুমার দত্তের বিজ্ঞান-মনস্কতা সৃষ্টির অবদান বিষয়ে আলোচনা সভা : মোমবাতি মিছিল।

 


দুর্গাপুর,১৪ই ফেব্রুঃ : আজ বিকালে ইস্পাতনগরীর ট্রাঙ্ক রোডে চিত্তব্রত মজুমদার ভবনে দুর্গাপুর কিশোর বাহিনী ইস্পাত অঞ্চল সমিতি ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইস্পাত এ-জোন চক্রের যৌথ উদ্যোগে উনবিংশ শতকে বাংলার নবজাগরনে চিরস্মরনীয় দিকপাল ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ও অক্ষয় কুমার দত্তের বিজ্ঞান-মনস্কতা সৃষ্টির অবদান বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানের সুচনায় মিত্রমেলা কিশোর বাহিনীর পক্ষ থেকে এই দুই মনীষীর জীবনী বিষয়ক আলেখ্য –‘অন্ধকারের উৎস হতে’ পরিবেশন করা হয় । এরপরে আলোচনা সভার একমাত্র আলোচক কোলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ডঃ শ্যমল চক্রবর্তী উনবিংশ শতকে কুসংস্কার-ধর্মান্ধতা বিরোধীতায় উভয় মনীষীর বিজ্ঞান-মনস্কতা সৃষ্টির অবদানের বিস্তারিত আলোচনা তথ্য সহকারে তুলে ধরে,আজ একবিংশ শতাব্দীতে যখন পুনরায় বংলা তথা সারা দেশে কুসংস্কার-ধর্মান্ধতা ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে,তখন তাঁদের রচনা আজও কি ভাবে প্রাসঙ্গিক,তার ব্যাখ্যা করেন ।

অন্যদিকে,আজ সন্ধ্যায়, সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে,দিল্লিতে আন্দোলনরত শহীদ কৃষক ও পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় বলি শহীদ সেনা জওয়ানদের স্মরনে এক মোমবাতি মিছিলে তিলক ময়দান থেকে শুরু হয়ে চন্ডিদাস বাজারে যায় । মিছিলে ছিলেন দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,স্বপন সরকার প্রমুখ ।



























No comments:

Post a Comment