Tuesday 16 February 2021

ইস্পাতনগরীতে পালিত হল পঃবঃ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পঞ্চাশতম প্রতিষ্ঠা দিবসে।

 


দুর্গাপুর,১৬ই ফেব্রুঃ : আজ বিকালে,পঃবঃ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পঞ্চাশতম প্রতিষ্ঠা দিবসে দুর্গাপুর ইস্পাত আঞ্চলিক কমিটির পক্ষ থেকে  সংগঠনের পতাকা উত্তোলিত হয় ইস্পাতনগরীর অশোক এভিনিউ এর খোলা বাজারে। সংগঠনের পতাকা উত্তোলন করেন  কবি অজয় বন্দোপাধ্যায়।সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালন করেন সমীর দাস। বক্তব্য রাখেন সীমান্ত তরফদার। সঙ্গীত পরিবেশন করে লহরী গোষ্ঠী।আবৃতি পরিবেশিত হয়।উপস্থিত ছিলেন দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য প্রমুখ।সংগঠনের পক্ষে বর্ষীয়ান কবি অজয় বন্দ্যোপাধ্যায়  মৃণাল বন্দ্যোপাধ্যায় কে সম্মান জানানো হয় । বহু মানুষ উপস্থিত ছিলেন।পরে পূনর্গঠিত অশোক এভিনিউ সেক্টার অফিসের উদ্বোধন করেন বিধায়ক সন্তোষ দেবরায়। সকালে পঃবঃ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ইস্পাত আঞ্চলিক কমিটির পক্ষ থেকে  সংগঠনের পতাকা উত্তোলিত হয় ইস্পাতনগরীর কাশীরাম দাস সেক্টর অফিসের মাঠে । সংগঠনের পতাকা উত্তোলন করেন কানাই বিশ্বাস ।উপস্হিত ছিলেন শ্যামল ব্যানার্জি,প্রসূন পালিত,দিপক ঘোষ প্রমুখ । পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ।








No comments:

Post a Comment