Sunday 14 February 2021

২৮শে ফেব্রুঃ ব্রিগেড সমাবেশ সফল করার ডাক দিয়ে ইস্পাতনগরীতে বিশাল বাইক মিছিল।

 


দুর্গাপুর,১৪ই ফেব্রুঃ : আজ সকালে,সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে এক বিশাল বাইক মিছিল শুরু হয় কৃষক-আন্দোলনের ঐতিহ্য-মণ্ডিত ইস্পাতনগরী সংলগ্ন বিজরা গ্রাম থেকে।আগামী ২৮শে ফেব্রুঃ কোলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাম-ধর্মনিরপেক্ষ দলগুলির ঐতিহাসিক সমাবেশ সফল করার আহ্বান জানানোর সাথে সাথে মিছিল থেকে নয়া কৃষি আইন,বিদ্যুৎ বিল বাতিল ও কৃষক আন্দোলনের প্রতি সংহতি,ছাত্র-যুবদের শান্তিপূর্ণ নবান্ন-অভিযানের ওপর পুলিশের নৃশংস হামলার প্রতিবাদ,কেন্দ্র ও রাজ্যের  ধ্বংসাত্মক শিল্প-শ্রমিক-রাষ্ট্রায়ত্ব সংস্হা বিরোধী নীতির করালগ্রাসের থেকে  ‘দুর্গাপুর রক্ষার’ আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয় । বিজরা গ্রাম থেকে মিছিল বেরিয়ে ইস্পাতনগরী,সেপকো,সেইল কো-অপারেটিভ আবাসন অঞ্চল ঘুরে ইস্পাতনগরী সংলগ্ন পারুলিয়া গ্রামে মিছিল শেষ হয় । মিছিলে ছিলেন বিধায়ক সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত প্রমুখ ।
























No comments:

Post a Comment