Tuesday 9 February 2021

ভাইজাগ ইস্পাত কারখানা বিক্রির কেন্দ্রিয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা ।

 


দুর্গাপুর,৯ই ফেব্রুঃ : আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ) এর ডাকে দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা কারখনার অর্জুন মূর্তির সামনে রাষ্ট্রায়ত্ব ভাইজাগ ইস্পাত কারখানা(আরআইএনএল) বিক্রির কেন্দ্রিয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সহ জন-বিরোধী,শ্রমিক-কৃষক বিরোধী,রাষ্ট্রায়ত্ব-সরকারী সংস্হা বিরোধী কেন্দ্রিয় বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ দেখান । সমাবেশে বক্তব্য রেখে ইউনিয়ন এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি বলেন যে অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরন ও দুর্গাপুর ইস্পাত বাঁচানোর লড়াই এর সাথে ভাইজাগ ইস্পাত কারখানা(আরআইএনএল) বিক্রির কেন্দ্রিয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই গড়ে তুলতে হবে । এই লড়াই কোন পৃথক লড়াই নয় । কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার পরের থেকেই রাষ্ট্রায়ত্ব সংস্হার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে । ১২ জন শহীদের প্রানের বিনিময়ে অবিভক্ত অন্ধ্রে প্রদেশের মানুষ কেন্দ্রিয় সরকারের কাছে  ভাইজাগ ইস্পাত কারখানা(আরআইএনএল) আদায় করেছিলেন । ১৯৭১ সালে ভিত্তি প্রস্তর স্হাপিত হলেও উৎপাদন শুরু হয় ১৯৯১ সালে। ফলে ভাইজাগ ইস্পাত কারখানা(আরআইএনএল) এর কাঁধে বিপুল ঋনের বোঝা চেঁপেছে । অন্য দিকে বেসরকারি হাতে খনি তুলে দিলেও, ভাইজাগ ইস্পাত কারখানা(আরআইএনএল) খনি দেওয়া হচ্ছে না । ফলে প্রতি টনে ৪০০০-৫০০০ টাকা বেশী দিয়ে ভাইজাগ ইস্পাত কারখানা(আরআইএনএল) কে কাঁচামাল কিনতে হচ্ছে । ফলে ভাইজাগ ইস্পাত কারখানা(আরআইএনএল) কে ক্ষতির মুখে পড়তে হচ্ছে । কেন্দ্রিয় সরকার ক্ষতি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্হা না নিয়ে বেসরকারী হাতে ২২,০০০ একর ওপরে তৈরি ১৮,০০০ স্হায়ী ও ২২,০০০ কর্মরত ঠিকা শ্রমিক সহ এই আধুনিক কারখানা তুলে দিতে চাইছে । অন্ধ্র সরকার সরাসরি এই সিদ্ধান্তের বিরোধীতা করেছে এবং বিধান সভায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব গ্রহন করেছে।  এর বিরোধীতা করে আন্দোলনে নেমেছেন ভাইজাগ ইস্পাত কারখানা(আরআইএনএল) এর শ্রমিক সহ ভাইজাগের দল-মত-নির্বিশেষ মানুষ । দুর্গাপুর ইস্পাতের শ্রমিক সহ দুর্গাপুরের মানুষ এই লড়াই এর পাশে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানান ।





No comments:

Post a Comment