Sunday 7 February 2021

করোনা-যোদ্ধা সুজাতা মন্ডলের স্মরণ সভা : ১১ই ফেব্রুঃ নবান্ন-অভিযানের সমর্থনে বাইক মিছিল ।

 


দুর্গাপুর,৭ই ফেব্রু: ঃ আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে কর্মরত নার্স প্রয়াত সুজাতা মন্ডলের স্মরণ সভা অনুষ্ঠিত হয় । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে প্রয়াত করোনা-যোদ্ধা সুজাতা মন্ডল কে শহীদের মর্যাদা দিয়ে আজকের স্মরণ সভার আয়োজন করা হয় । করোনা কালে দায়িত্বে অবিচল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে সহকর্মী ডাক্তার-নার্স-অন্যান্য স্বাস্হ কর্মীদের সাথে কর্মরত নার্স প্রয়াত সুজাতা মন্ডল অক্লান্ত পরিশ্রম করেন।করোনায় আক্রান্ত হয়ে গত ৩০ ডিসেঃ তিনি প্রয়াত হয়েছেন । আজকের স্মরণসভায় বক্তারা করোনা মহামারীর সময়ে প্রয়াত সুজাতা মন্ডল সহ দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের ডাক্তার-নার্স-অন্যান্য স্বাস্হ কর্মীদের চিকিৎসা পরিষেবার কাজ চালিয়ে যাওয়া এবং দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক-আধিকারিকদের কারখানার উৎপাদন বজায় রাখার বীরত্বপূর্ন সংগ্রামের কথা তুলে ধরেন এবং সুজাতা মন্ডল সহ করোনায় মৃত অন্যান্য শ্রমিকদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান । স্মরণসভায় বক্তব্য রাখেন প্রয়াত সুজাতা মন্ডল এর স্বামী শ্যামল মন্ডল,পুত্র ডাক্তার অরিজিত মন্ডল, দুর্গাপুর(পূর্ব) এর বিধায়ক সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জি,দেবপ্রসাদ মুখার্জি ও অনিমেষ গোস্বামী। শোক প্রস্তাব পাঠ করেন সন্ধ্যা মন্ডল। সঞ্চালনা করেন স্বপন মজুমদার।

আজ সকালে,ডিওয়াইএফআই এর দুর্গাপুর ইস্পাত বি-জোন আঞ্চলিক কমিটির উদ্যোগে আগামী ১১ই ফেব্রুঃ ছাত্র-যুবদের নবান্ন-অভিযানের সমর্থনে ইস্পাতনগরীতে বাইক মিছিল হয় । ভারতী মোড় থেকে বাইক মিছিল শুরু হয়ে বি-জোনের বিভিন্ন রাস্তা ঘুরে বি-জোন হেলথ সেন্টারের সামনে শেষ হয়।











No comments:

Post a Comment