Sunday 7 February 2021

‘রক্ষা কর দামোদর নদ’- আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে পদযাত্রা ।

 


দুর্গাপুর,৭ই ফেব্রু: ঃ বহু মিছিল-পদযাত্রার সাক্ষ্যী ইস্পাতনগরী আজ সকালে এক অভিনব পদযাত্রা দেখল । দুর্গাপুর সহ ৬০০ কিমি যাত্রাপথের গ্রাম-শহর-জনপদের জীবন রেখা দামোদর নদ আজ বিপন্ন । ভারতের সবচেয়ে দূষিত নদীতে পরিনত হয়েছে দামোদর । ঝাড়খন্ড রাজ্যের পালমৌ এর গহীনে উৎস থেকে প্রবাহিত হয়ে ছোটনাগপুর মালভূমি পার করে পঃ বঙ্গে পশ্চিম বর্ধমান জেলার ওপর দিয়ে গিয়ে হুগলী নদীতে মিশেছে দামোদর।এই যাত্রা পথে ৫০টি ভারী ও ৫০০ বেশি ক্ষুদ্র-মাঝারী শিল্প,কৃষি ক্ষেত্র এবং গ্রাম-শহর-জনপদের ২৫০০০ বর্গ কিলোমিটার অঞ্চল কে জল জুগিয়ে চলেছে দামোদর । একদা ‘বাংলার দুঃখ’ বলে খ্যাত উত্তাল দামোদর কে বাগে আনতে,সেচ খালের মাধ্যমে কৃষি ও শিল্প ক্ষেত্র কে জল সরবরাহ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য  সদ্য স্বাধীন দেশে ১৯৪৮ সালে গড়ে ওঠে দামোদর ভ্যালি কর্পোরেশন ( ডিভিসি )।১৯৫৫ সালে গড়ে ওঠে দুর্গাপুর ব্যারেজ । কিন্তু নিম্ন দামোদর নদী প্রকল্প রূপায়িত না হওয়ায় এবং দুর্গাপুর,মাইথন ও তেনুঘাটের বাঁধ নির্মান হলেও নিয়মিত নদী বক্ষে পলি তোলার জন্য ড্রেজিং না হওয়ার জন্য দামোদরের নাব্যতা কমে যাওয়ায় ভয়াবহ জল-সংকট ও জীবন-জীবিকার সংকটের দিকে এগোচ্ছেন দামোদর অববাহিকার মানুষ । এই সংকট যে কতটা ভয়াবহ হতে পারে, দুর্গাপুরের বাসিন্দারা টের পেয়েছেন রাজ্য সরকারের সেচ দপ্তরের ঔদাসিন্যতার ফলে ২০১৭ ও ২০২০ সালে দুর্গাপুর ব্যারেজের লকগেট ভেঙ্গে যাওয়ার সময় । তাই নদী বাঁচাতে দুর্গাপুরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মিলে গড়ে তুলেছেন ‘রক্ষা কর দামোদর সম্মিলিত মঞ্চ’। আজ এই মঞ্চের ডাকে সকালে  ইস্পাতনগরীর স্টিল মার্কেট থেকে আশিস মার্কেট পর্যন্ত পদযাত্রা হয়।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, গণতান্ত্রিক লেখক শিল্পি সঙ্ঘ, শ্রুত্যনুপ্রাস, আলাপন, প্রতিবন্ধী সম্মিলনী সংগঠনের সদস্যরা পদযাত্রায় ছিলেন। ছিলেন কিশোর বাহিনী ও সব পেয়েছি আসরের সংগঠক ও প্রায় দেড় শতাধিক শিশু কিশোর। প্ল্যাকার্ড সহযোগে এই বিশাল পদযাত্রা স্থানীয় মানুষের কাছে একটা সুন্দর বার্তা তুলে ধরে। দুর্গাপুর ছাড়াও বাঁকুড়া বিষ্ণুপুর জামুরিয়া ইত্যাদি অঞ্চল থেকেও মানুষ যোগ দেন।এছাড়াও পদযাত্রায় দুর্গাপুর(পূর্ব) এর বিধায়ক সন্তোষ দেবরায়, জি মিরাক্কেল খ্যাত শ্রী উৎপল ঘোষ,নির্মল ভট্টাচার্য,রমাপ্রিয় পালিত,সুমন দত্ত,কালিশংকর ব্যানার্জি প্রমুখ অংশগ্রহন করেন। অঞ্জনা নদী বাঁচাও কমিটি ও জলঙ্গী চূর্ণী নদী বাঁচাও কমিটি থেকেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। মঞ্চের পক্ষ থেকে গঙ্গা অ্যাকসন প্ল্যানের মত দামোদর বাঁচাতে দামোদর অ্যাকসন প্ল্যানের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করা হয় ।



















No comments:

Post a Comment