Thursday 7 April 2022

সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তিতে অগ্রগতি : বকেয়া প্রতিটি বিষয়ে অবিলম্বে সমাধানের দাবি জানাল সিআইটিইউ।

 


দুর্গাপুর,৭ই এপ্রিল : দীর্ঘ টালবাহনার পরে সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তিতে কিছুটা অগ্রগতি হোল । গতকাল,বেতন-চুক্তি সংক্রান্ত এনজেসিএস সাব কমিটির সভায় স্হায়ী শ্রমিকদের নতুন বেতন-ক্রমের চুক্তিতে সিআইটিইউ সহ সমস্ত স্বীকৃত ইউনিয়ন সাক্ষর করে । দীর্ঘ আলোচনা পরে কর্তৃপক্ষ শেষ পর্যন্ত সংশোধিত নতুন বেসিক পে এর উপর প্রায় ৩% হারে ইনক্রিমেন্টের দাবি মেনে নিলে চুক্তি সাক্ষরিত হয় ।প্রসঙ্গত সংখ্যাধিক্য ইউনিয়নের যুক্তি দেখিয়ে যে বেতন-চুক্তি সংক্রান্ত মউ-চুক্তি করা হয়,সেই চুক্তি কে শ্রমিক-বিরোধী বলে আখ্যায়িত করে সিআইটিইউ সই করে নি । কালা মউ-চুক্তি বাতিল করে শ্রমিক স্বার্থবাহী বেতন-চুক্তির জন্য সিআইটিইউ সেইল-আরআইএনএল এ লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। অপরদিকে শ্রমিক ঐক্য মজবুত করে এবং ট্রেড ইউনিয়নদের মধ্যে সহমত গড়ে তোলার চেষ্টাও একই সাথে সেইল-আরআইএনএল সিআইটিইউ চালিয়ে যাচ্ছে । গতকাল চুক্তির আগে আলোচনার সময় ট্রেড ইউনিয়নদের মধ্যে এই ঐক্যমত দৃঢ় থাকার ফলে দাবির কাছাকাছি পৌঁছে চুক্তি করা সম্ভব হোল বলে সিআইটিইউ এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি অভিমত জানিয়েছেন । স্টিল ওয়ার্কাস ফেডারেশন অফ ইন্ডিয়া (সিআইটিইউ) এর পক্ষ থেকে ললিত মিশ্র এরিয়ার সহ বেতন-চুক্তির বকেয়া প্রতিটি বিষয়ে অবিলম্বে সমাধান,গ্র্যাচ্যুইটির ওপরে সিলিং প্রত্যাহার সহ ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তির দাবি জানিয়ে,আগামীদিনেও শ্রমিক ঐক্য মজবুত  এবং ট্রেড ইউনিয়নদের মধ্যে সহমত বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

No comments:

Post a Comment