Thursday 21 April 2022

শ্রমিক-বিরোধী কালা “মউ-চুক্তি” বাতিল করে পুর্নাঙ্গ বেতন-চুক্তির দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২১শে এপ্রিল : আজ সকালে ,দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস ) এর দপ্তরের সামনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দলে দলে ইস্পাত শ্রমিক জড়ো হয়ে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্হা সেইল-আরআইএনএল এর ১০-বছর মেয়াদী অনায্য বেতন-চুক্তি সংক্রান্ত শ্রমিক-বিরোধী কালা “মউ-চুক্তি”-র বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন। সমাবেশে বক্তব্য রাখেন ললিত মিশ্র,প্রদ্যুত মুখার্জি,গোপাল দাস,সৌরভ দত্ত,বিনোদ যাদব ও সীমান্ত চ্যাটার্জী । বক্তার ব্যাখ্যা করেন যে কিভাবে এই মউ-চু্ক্তি স্হায়ী ও ঠিকা শ্রমিকদের কেবল চরম বঞ্চনার দিকে ঠেলে দিচ্ছে শুধু তাই নয়,এই চুক্তি শ্রমিকদের প্রতি চরম অবজ্ঞা,অমর্যাদা ও অমানবিকতর নিদর্শন । এই চুক্তিতে তরুন স্হায়ী শ্রমিকদেরও চরম বঞ্চনা করা হয়েছে । অথচ কোভিড অতিমারীর মধ্যে স্হায়ী ও ঠিকা শ্রমিকরা একযোগে কাজ করে সেইলের উৎপাদন সুউচ্চ পর্যায় পৌঁছে দিয়ে রেকর্ড পরিমানে সর্বকালীন সেরা মুনাফা অর্জন করতে সহয়তা করেছেন । ২০২১-২২ আর্থিক বছরের প্রথম ছয় মাসে সেইলের নিট মুনাফা প্রায় ৯০০০ হাজার কোটি টাকা ছুঁয়েছে। এর ফলে সেইল “মহা-রত্ন” রাষ্ট্রায়ত্ব সংস্হার মধ্যে তৃতীয় স্হান অধিকার করেছেন । অফিসারদের বেতন ও এরিয়ার পাল্লা দিয়ে ব্যাপক বৃদ্ধি হলেও,শ্রমিকদের ছিঁটেফোঁটাও জোটে নি । ঠিকা শ্রমিকদের বেতন-চু্ক্তির বাইরে রাখা হয়েছে । বক্তারা আরও বলেন যে অবিলম্বে কালা মউ-চুক্তির বাতিল করে ন্যায্য ও সম্মানজনক পাঁচ বছর মেয়াদি পুর্নাঙ্গ বেতন-চুক্তি করে প্রাপ্য সম্পূর্ন এরিয়ার মেটাতে হবে,এনপিএস চাপানো যাবে না,এইচআরএ দিতে হবে,টাউনশীপ ও হাসপাতাল পরিষেবার আধুনিকীকরন করতে হবে। এছাড়াও  অন্যান্য দাবি-দাওয়ার সুষ্ঠ মীমাংসা করতে হবে।সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দলের পক্ষ থেকে ইডি( ওয়ার্কস ) এর কাছে এই বিষয়ে দাবি-সম্বলিত স্মারক-লিপি জমা দেওয়া হয় । আগামী ২৮শে এপ্রিল দিল্লিতে বেতন-চুক্তি সংক্রান্ত এনজেসিএস এর সভা অনুষ্ঠিত হবে।







No comments:

Post a Comment