Wednesday 20 April 2022

ইস্পাত ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তির দাবিতে সোচ্চার হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) ।

 


দুর্গাপুর,২০শে এপ্রিল : কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ও আরআইএনএল-এ বর্তমানে কর্মরত শ্রমিকদের মধ্যে প্রায় ৮০,০০০ হাজার ঠিকা শ্রমিক ও ৫৪,০০০ স্হায়ী শ্রমিক । কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব সংস্হা সেইল বর্তমানে “নবরত্ন” সংস্হা গুলির মধ্যে তৃতীয় স্হানে আছে । করোনা অতিমারীর মধ্যেও ইস্পাত শ্রমিকদের অসাধারন কর্মপ্রচেষ্টার ফলে সেইল অতি মুনাফা করে চলেছে। এই কর্মপ্রচেষ্টার মধ্যে সেইল ও আরআইএনএল-এ বর্তমানে কর্মরত ঠিকা শ্রমিকদের অসামান্য ভুমিকা কে নূন্যতম স্বীকৃতি দিতে চাইছে না মোদি সরকারের ইস্পাত মন্ত্রকের অধীনস্ত সেইল ও আরআইএনএল-এর কর্তৃপক্ষ । ইতিমধ্যে সেইল ও আরআইএনএল-এর বেতন-চুক্তির জন্য যে কালা মউ-চুক্তি করা হয়েছে,সিআইটিইউ সেই চুক্তি কে শ্রমিক-বিরোধী আখ্যা দিয়ে সই করে নি । এই চুক্তিতে স্হায়ী শ্রমিকদের চুড়ান্ত বঞ্চনা করা হয়েছে । অন্যদিকে এই চুক্তিতে ঠিকা শ্রমিকদের সম্পূর্ণ ভাবে বাইরে রেখে কর্তৃপক্ষ তাদের প্রতি চুড়ান্ত অসম্মান প্রদর্শন করছে বলে অভিযোগ জানিয়ে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্ট এর স্হায়ী শ্রমিকদের সংগঠন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) । সংগঠনের পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জী তীব্র ক্ষোভ জানিয়ে বলেছেন যে সুপ্রীম কোর্টের “ সম কাজে-সম বেতন “ নির্দেশ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেইল ও আরআইএনএল-এর কর্তৃপক্ষ ঠিকা শ্রমিকদের ঠিকাদারদের তীব্র শোষনের মুখে ঠেলে দিয়েছে । অথচ স্হায়ী শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উৎপাদন করে ঠিকা শ্রমিকরা সেইল-আরআইএনএল এর রেকর্ড উৎপাদন,অতি মুনাফা করার জন্য কাজ করে চলেছেন । তাদের বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তিকরন,স্হায়ীকরন,ভিডিএ,পিএফ-ইএসআই এর বাধ্যতমূলক অন্তর্ভূক্তি সহ অন্যান্য দাবিতে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন মুর্তির সামনে প্রতিবাদ সমাবেশ থেকে আগমী ২৮শে এপ্রিল বেতন-চুক্তির আলোচনায় সমস্ত শ্রমিক ইউনিয়ন ও কর্তৃপক্ষের মিলিত ভাবে ঠিকা শ্রমিকদের সমস্ত বকেয়া দাবির সুরাহা সহ বেতন-চুক্তি করার জোড়ালো দাবি জানানো হয় । সমাবেশে বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জী ।




No comments:

Post a Comment