Wednesday 27 April 2022

রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পের বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২৭শে এপ্রিল : আগামী কাল দিল্লিতে, রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইল ও আরআইএনএল এর বেতন-চুক্তি সংক্রান্ত এনজেসিএস এর গুরুত্বপূর্ণ  বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে । সিআইটিইউ ইতিমধ্যেই সুপ্রীম কোর্টের “ সম কাজে-সম বেতন “ নির্দেশ সেইল ও আরআইএনএল-এর ঠিকা শ্রমিকদের স্বার্থে লাগু করার জন্য বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে জোরদার আন্দোলন গড়ে তুলেছে। এই দাবিতে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন (সিআইটিইউ) এর ডাকে ঠিকা শ্রমিকরা বিক্ষোভ দেখান ।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আশীষতরু চক্রবর্তী, সীমান্ত চ্যাটার্জি, নিমাই ঘোষ,ললিতমোহন মিশ্র ও কালিকুমার সান্যাল। বক্তারা এই বঞ্চনার বিরুদ্ধে স্থায়ী ঠিকা শ্রমিকদের ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান।   একই দাবিতে,অ্যালয় স্টিল প্ল্যান্ট কন্ট্রাক্টার এম্পলিয়জ ইউনিয়ন (সিআইটিইউ) ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের ( সিআইটিইউ ) এর যৌথ আহ্বানে অ্যালয় স্টিল প্ল্যান্টের ঠিকা ও স্হায়ী শ্রমিকরা ঐক্যবদ্ধ ভাবে গতকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন । আজ অ্যালয় স্টিল প্ল্যান্টের সিজিএম ইনচার্জ (ওয়ার্কস ) অফিসে বিক্ষোভ সমাবেশ হয় । সমাবেশে বক্তব্য রাখেন বিজয় সাহা ,বিশ্বজিত ধর চৌধুরী ও নিখিল কুমার দাস । আগামীকালও বিক্ষোভ সমাবেশ হবে ।











No comments:

Post a Comment