Monday 4 April 2022

ইস্পাত শ্রমিকদের ন্যায্য বেতন চুক্তি – পার্ক্যুইসিট ট্যাক্সের সুষ্ঠ সমাধান – দুর্গাপুর ইস্পাতের আধুনিকীকরন ও সম্প্রসারনের দাবিতে শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,৪ঠা এপ্রিল : আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের ( সিআইটিইউ ) এর ডাকে ইস্পাত শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ হয় দুর্গাপুর ইস্পাতের ইডি ( ওয়ার্কস ) এর দপ্তরের সামনে । কালা মউ চুক্তির ফলে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদন সংস্হা সেইল ও আরআইএনএল এর স্হায়ী ও ঠিকা শ্রমিকরা বেতন ও অন্যান্য ভাতা বাবদ বিপুল পরিমান আর্থিক ক্ষতির মুখে পড়েছেন । অন্যদিকে,কর্তৃপক্ষ অফিসারদের পার্ক্যুইসিট ট্যাক্সে বাবদ ৫০% ভর্তুকির ব্যবস্হা করলেও,শ্রমিকদের পুরোপুরি বঞ্চিত করা হয়েছে । চুক্তি ভেঙ্গে গ্র্যাচুইটির সিলিং একতরফা জারি করে,শ্রমিকদের অবসরকালীন প্রাপ্য থেকে চুড়ান্ত বঞ্চনা করা হয়েছে । অন্যদিকে,শ্রমিক ও অবসরপ্রাপ্তদের কোয়ার্টার-জমি লিজ-লাইসেন্স নিয়ে কর্তৃপক্ষের দীর্ঘ টালবাহানায় বিক্ষোভ বাড়ছে । একই সাথে দুর্গাপুর ইস্পাতের আধুনিকীকরন ও সম্প্রসারনে,হাসপাতাল সহ নাগরিক পরিষেবার আধুনিকীকরন,পরিস্হিতির চাহিদা অনুসারে ইস্পাতেনগরী ও সংলগ্ন অঞ্চলের অব্যবহৃত জমিতে আধুনিক স্যাটেলাইট টাউনশীপ গড়ে তোলার মত অতি প্রয়োজনীয় দাবিগুলি সম্পর্কে কর্তৃপক্ষের ধারাবাহিক অবহেলার ফলে , ইস্পাতেনগরী ও সংলগ্ন অঞ্চলের অব্যবহৃত জমি ও কোয়ার্টারে বেআইনী দখলদারীর ফলে সুন্দর সাজানো-গোছানো ইস্পাতেনগরী ক্রমশঃ দুঃস্বপ্ননগরীতে পরিনত হচ্ছে বলে আজকের বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেছেন । সমস্ত দাবি গুলির যথাযথ সমাধানের দাবিতে লড়াই-সংগ্রাম কে আরো ব্যাপক ও বিস্তারিত করার আহ্বান জানান বক্তারা । সাথে সাথে,ইউনিয়ন এর পক্ষ থেকে ইস্পাতের ইডি ( ওয়ার্কস ) এর দপ্তরের স্মারকলিপি জমা দিয়ে,অবিলম্বে সমস্ত দাবিতে অবিলম্বে আলোচনা ও নিষ্পত্তির দাবি জানানো হয় । আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সন্দীপ পাল,মূত্যুঞ্জয় ঝাঁ,উজ্জ্বল গণ,গোপাল দাস ও প্রদ্যুৎ মুখার্জি ।



No comments:

Post a Comment