Sunday 10 April 2022

প্রয়াত শ্রমিক নেতা গৌরিশঙ্কর ( জি.এস ) দাসের স্মরনসভা ।

 


দুর্গাপুর,১০ই এপ্রিল : আজ বিকালে,ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার ভবনে ইউনাইটেড কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়ন(ইউসিডব্লুইউ)(সিআইটিইউ) এর উদ্যোগে অনুষ্ঠিত হোল প্রয়াত শ্রমিক নেতা গৌরিশঙ্কর ( জি.এস ) দাসের স্মরনসভা ।গত ২৭শে ডিসেঃ তিনি প্রয়াত হয়েছেন ।

  প্রয়াত শ্রমিক নেতা গৌরিশঙ্কর দাসে , জি.এস. দাস নামেই সমাধিক পরিচিত ছিলেন । ১৯৪০ সালে অধুনা বাংলাদেশের কুমিল্লাতে তিনি জন্মগ্রহন করেছিলেন । দেশভাগের পর কলকাতায় শিক্ষা জীবনের সূচনা হয় ।শিক্ষান্তে দুর্গাপুর ইস্পাত কারখানার এসএমএস বিভাগে শ্রমিক হিসাবে যোগদান করেন এবং হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সদস্য হয়ে,ধাপে ধাপে সর্বোচ্চ নেতৃত্বের পর্যায় উত্তীর্ণ হয়েছিলেন। পরে তিনি ইউনাইটেড কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়ন(ইউসিডব্লুইউ) এর সভাপতি পদে আসীন হয়েছিলেন ।১৯৬০ এর দশকের শেষ ভাগে তিনি পার্টি সভ্যপদ অর্জন করেন এবং পরবর্তিকালে পার্টির জোনাল কমিটির সদস্য হয়েছিলেন। অত্যন্ত মৃদুভাষী,আত্মপ্রচার বিমুখ ও সহজ সরল জীবনযাত্রায় অভ্যস্হ জনপ্রিয় শ্রমিকনেতা জি.এস. দাসের স্মরণসভায় বক্তারা দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সমগ্র রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পের শ্রমিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি দুর্গাপুরে পার্টি ও সিআইটিউ এর প্রসারে তার অসামান্য ভুমিকার কথা আলোচনা করেন । বক্তব্য রাখেন সন্তোষ দেবরায়, প্রয়াত জি.এস. দাস এর কন্যা,আইএনটিউসি-র পক্ষে বিকাশ ঘটক ও রানা সরকার,সুনীল খাঁ,বিপ্রেন্দু চক্রবর্তী,বিশ্বরূপ ব্যানার্জী,সুবীর সেনগুপ্ত ও কালি স্যানাল । শোকপ্রস্তাব পাঠ করেন নিমাই ঘোষ । উপস্হিত ছিলেন প্রয়াত  জি.এস. দাস এর স্ত্রী-কন্যা-জামাতা সহ অন্যান্য নেতৃবৃন্দ ।














No comments:

Post a Comment