Friday 22 April 2022

ইস্পাতনগরীতে পালিত হোল কমরেড লেনিনের ১৫৩-তম জন্মদিবস – বসুন্ধরা দিবস – রেড ভলান্টিয়ার্স দিবস ।

 


দুর্গাপুর,২২শে এপ্রিল : আজ কমরেড লেনিনের ১৫৩-তম জন্মদিবস। এই উপলক্ষ্যে আজ  ইস্পাতনগরীর আশিস-জব্বার ভবনে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির এর পক্ষ থেকে কমরেড লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। মাল্যদান করেন পঙ্কজ রায় সরকার,সন্তোষ দেবরায়,দিপক ঘোষ,অজিত মন্ডল সহ উপস্হিত অন্যান্য নেতৃবৃন্দ ও পার্টি সদস্যরা। ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির এর পক্ষ থেকে একটি পৃথক অনুষ্ঠানে কমরেড লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।সন্ধ্যায় বি টি রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর পক্ষ থেকে কমরেড লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।এই উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন জীবন রায় ।বিকালে ইস্পাতনগরীর বি-জোনের ১৮ বিদ্যাসাগর এভিন্যু-এ পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর ইস্পাত বিজ্ঞান কেন্দ্র চক্রের পক্ষ থেকে বসুন্ধরা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও চক্রের ১২১৮ জন সদস্যের প্রত্যেকে বসুন্ধরা দিবস উপলক্ষ্যে ১ টি করে গাছ লাগানোর অঙ্গীকার করা হয়। আলোচনা সভার শুরুর আগে ১০টি গাছ লাগান চক্রের সদস্যবৃন্দ ।উপস্হিত ছিলেন রামপ্রণয় গাঙ্গুলি,অরুন্ধতী ভাদুরি,প্রদ্যুৎ মুখার্জী,শচীদুলাল আকুরি প্রমুখ । সন্ধ্যায় ইস্পাতনগরীর বি-জোনে ইস্পাত রেড ভলান্টিয়ার্স টিমের পক্ষ থেকে রেড ভলান্টিয়ার্স দিবস উদযাপন করা হয় ।






















No comments:

Post a Comment