Wednesday 24 August 2022

কিরিবুরু-মেঘাতাবুরু লৌহ খনি অঞ্চলে অনুষ্ঠিত হোল আরএমডি মিনারেলস ওয়ার্কার্স ইউনিয়ন ( সিআইটিইউ ) এর দশম সম্মেলন।

 


দুর্গাপুর,২৪শে আগস্ট : আজ কিরিবুরু সেইল টাউনশীপের রিক্রিয়েশন ক্লাবের এস কে বকসি মঞ্চে অনুষ্ঠিত হোল রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদন সংস্হা সেইলের কিরিবুরু-মেঘাতাবুরু  লৌহ খনির শ্রমিক-কর্মচারীদের ঐতিহ্যশালী সংগঠন  আরএমডি মিনারেলস ওয়ার্কার্স ইউনিয়ন ( সিআইটিইউ ) এর দশম সম্মেলন। ঝাড়খন্ড-ওরিষ্যা সীমান্তে সারেণ্ডার জঙ্গলের মাঝে ঝাড়খন্ডে অবস্হিত কিরিবুরু ও মেঘাতাবুরু পাহাড়ে সেইলের দুটি লৌহ খনি দেশের ইস্পাত উৎপাদনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে । ঠিক তেমনি কিরিবুরু-মেঘাতাবুরু  লৌহ খনির শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে।

 আজ সকালে সম্মেলনের উদ্বোধন করেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া( সিআইটিইউ )-র সাধারন সম্পাদক ললিত মিশ্র । এছাড়া সম্মেলন কে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সিআইটিইউ এর ঝাড়খন্ড রাজ্য কমিটির পক্ষে বিশ্বজিত দেব,বিশ্বরূপ ব্যানার্জি,গুরুপ্রসাদ ব্যানার্জি প্রমুখ । সম্মেলনে মোদি সরকারের খনির বেসরকারিকরন ও শ্রম আইন সংশোধন, সেইলের বেতন-চুক্তি ও ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি সহ কিরিবুরু সেইল টাউনশীপের নাগরিক ও স্বাস্হ্য পরিষেবায় অব্যবস্হার বিরুদ্ধে সিআইটিইউ এর লাগাতার লড়াই-সংগ্রাম-আন্দোলনের পাশাপাশি একাধিক সমস্যার বিষয়ে সম্মেলনে আগত প্রতিনিধিরা আলোচনা করেন । সম্মেলন থেকে ইউনিয়নে ২৭ জনের কমিটি নির্বাচিত হয়। সভাপতি,কার্যকরী সভাপতি, সাধারন সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে বি ডি প্রসাদ ,রামবিলাস পাসোয়ান,সাহাজাদা আহমেদ ও সত্যজিত সাহু। 












No comments:

Post a Comment