Wednesday 31 August 2022

ইস্পাতনগরীতে পালিত হল খাদ্য ও গণআন্দোলনের অমর শহীদ দিবস ।

 


দুর্গাপুর,৩১শে আগষ্ট : আজ , ইস্পাতনগরীতে খাদ্য ও গণআন্দোলনের অমর শহীদ দিবস । ১৯৫৯ সালে খাদ্যের দাবীতে , কমিউনিষ্ট পার্টি ও বামপন্হী দলগুলির ডাকে আন্দোলনরত মানুষের উপরে লাঠি-বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে কংগ্রেসর মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের খুনে-পুলিশ এবং ৮০ জন নিরস্ত্র মানুষকে অবলীলায় ঠান্ডা মাথায় খুন করে এবং ৩০০০ এর বেশী মানুষকে আহত করে । ৩ দিনে কংগ্রেসর মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের খুনে-পুলিশ ও কং গুন্ডাদের হাতে ২১৫ জন মারা যায় ।  ১৯৭৮ সাল থেকে বামফ্রন্টের পক্ষ থেকে এই দিনটি খাদ্য ও গণ–আন্দোলনের শহীদ দিবস হিসাবে পালন করা হয় ।সকালে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির উদ্যোগে মূল অনুষ্ঠানটি পালিত হয় আশীষ – জব্বর ভবনে । রক্তপতাকা উত্তোলন করেন সন্তোষ দেবরায় । শহীদবেদিতে মাল্যদান করেন সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,অজিত মন্ডল প্রমুখ। ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্যোগে ২৫টি শাখার প্রত্যেকটিতে রক্তপতাকা উত্তোলন করা হয় এবং শহীদবেদিতে মাল্যদান করা হয় । গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ইস্পাত ২ আঞ্চলিক কমিটি ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠন গুলির  পক্ষে আশিস মার্কেটে শহীদবেদিতে মাল্যদান করা হয় ।

 বিকালে,এডিএম এর কাছে বিক্ষোভ জানিয়ে পার্টির পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় ।













































No comments:

Post a Comment