Friday 5 August 2022

ইস্পাতনগরীতে পালিত হোল কাকাবাবুর ১৩৪-তম জন্মদিবস ।

 


দুর্গাপুর,৫ই আগস্ট : ইস্পাতনগরীতে পালিত হোল ভারতে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা মুজফ্ফর আহ্হমেদর ১৩৪-তম জন্মদিবস । জন্মদিবসে হরেকৃষ্ণ কোঙার কে একই সাথে স্মরন করা হয় । সকালে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে শহিদ আশিস-জব্বার ভবনে উভয়ের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত ,দিপক ঘোষ,অজিত মন্ডল প্রমুখ । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে ৫/৫ কৃত্তিবাস রোডের পার্টি অফিসে সকালে প্রতিকৃতিতে মাল্যদান উভয়ের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা করে শ্রদ্ধা জানান স্বপন সরকার,স্বপন মুখার্জি,আল্পনা চৌধুরী প্রমুখ ।সন্ধ্যায় এই উপলক্ষ্যে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে ৫/৫ কৃত্তিবাস রোডের পার্টি অফিসে আয়োজিত,”ধর্মনিরপেক্ষতা,গনতান্ত্রিক কাঠামো রক্ষার লড়াইয়ে স্বাধীনতা ৭৫”-শীর্ষক আলোচনাসভায় একমাত্র বক্তা ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী । উপস্হিত ছিলেন পার্থ দাস, সুবীর সেনগুপ্ত , স্বপন সরকার,স্বপন মুখার্জি প্রমুখ ।














No comments:

Post a Comment