Saturday 6 August 2022

শপথে-আবেগে ইস্পাতনগরীতে পালিত হল শহীদ দিবস।

 


দুর্গাপুর , ৬ই আগস্ট : ৬ই আগষ্ঠ - দুর্গাপুরের প্রথম শহীদ যুগলইস্পাত শ্রমিক আব্দুল জব্বার   আশীষ দাসগুপ্ত এর শহীদ দিবস ১৯৬৬ - গনআন্দোলনে উত্তাল বাংলা উত্তাল দুর্গাপুর ৫ই আগষ্ট , ১৯৬৬ - পুলিশ লেলিয়ে দিয়ে  কাপুরুষের  মতো আক্রমন চালানো হয়েছিল হিন্দুস্হান স্টিল  এমপ্লয়ীজ ইউনিয়নের ডাকে  দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের শান্তিপূর্ন  আন্দোলন ভাঙ্গতে। পুলিশের লাঠির ঘায়ে মাথা চৌঁচির হয়ে যায় তরুন কমরেড আব্দুল জব্বারের।পরের দিন তাঁর মৃত্যু হয় ।৬ই আগষ্ট,১৯৬৬।সকাল থেকে ধর্মঘট আর মিছিলের মধ্য দিয়ে শাসকশ্রেনীর বর্বরতার জবাব দিয়েছিল দুর্গাপুরের ইস্পাত শ্রমিক,মেহেনতী জনগন গনতন্ত্রপ্রিয় মানুষ ক্ষিপ্ত শাসকশ্রেনীর পুলিশ, সে দিন  ঠান্ডা মাথায় গুলি চালিয়ে হত্যা করেছিল  আশিস দাসগুপ্তকে তিনি ছিলেন দুর্গাপুরের ইস্পাত শ্রমিকদের আপন সংগঠন ,হিন্দুস্হান স্টিল  এমপ্লয়ীজ ইউনিয়নের  সহ-সম্পাদক দুর্গাপুরের ইস্পাত কারখানার ওয়ার্কস কমিটিতে নির্বাচিত  অত্যন্ত জনপ্রিয় নির্বাচিত শ্রমিক  প্রতিনিধি সারা বাংলা গর্জে উঠেছিল এই বর্বরোচিত হত্যালীলার বিরুদ্ধে দুর্গাপুর নেমে এসেছিল রাস্তায় ।আজ আবার আক্রান্ত পঃ বঙ্গের গনতন্ত্র , মেহেনতি মানুষের অধিকার,ধর্মনিরপেক্ষতা । আক্রান্ত  দুর্গাপুর। আজ আবার ৬ই আগষ্ট । ডাক দিচ্ছে উত্তরাধিকারীদের দুর্গাপুরের ব্যারিকেড অক্ষুন্ন রাখার ।

আজ সকালে প্রথম অনুষ্ঠানটি হয় ইস্পাতনগরীর  ১নং বিদ্যাগর এভিন্যুর বি টি রণদিভে ভবনে রক্তপতাকা উত্তোলন করেন , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি বিশ্বরূপ ব্যানার্জি স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ্ ইন্ডিয়ার সাধারন সম্পাদক ললিত মিশ্র।২/১ তিলক রোডে  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের অ্যালয় স্টিল প্ল্যান্ট শাখার দপ্তরে রক্তপতাকা উত্তোলন করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের কার্যকরী সভাপতি বিজয় সাহা।

এরপরে মূল অনুষ্ঠানস্হল ইস্পাতনগরীর আশিস মার্কেটে রক্তপতাকা উত্তোলন করেন বিশ্বরূপ ব্যানার্জি। শহিদবেদিতে মাল্যদান করেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জী,নবেন্দু সরকার,পঙ্কজ রায় সরকার,সুবীর সেনগুপ্ত,সহ ট্রেড ইউনিয়ন,পার্টি গণ-আন্দোলনের নেতৃবৃন্দ জব্বারবাগেও শহীদবেদীতে মাল্যদান করেন নেতৃবৃন্দ ।  শহীদ আশিস-জব্বার ভবনে রক্তপতাকা উত্তোলন করেন সন্তোষ দেবরায় । শহীদবেদীতে মাল্যদান করেন নেতৃবৃন্দ । এরপরে বি.টি. রণদিভে ভবনে শহিদ দিবস উপলক্ষ্যে শিশু ও কিশোর-কিশোরীদের জন্য আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় ৬০০ জন অংশগ্রহন করেন । আগত অভিভাবকবৃন্দ তাৎক্ষনিক বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহন করেন ।বিকালে,ইস্পাতনগরীর লাল ময়দানে শহীদ আশিস-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইন্যাল খেলায় আমরা কজন  বয়েজ ক্লাব ১-০ গোলে ভারতী ভলিবল ক্লাব কে হারিয়ে দেয়। সন্ধ্যায়,বি.টি. রণদিভে ভবনে আয়োজিত শ্রমিক কনভেনশনে বক্তব্য রাখেন সুখময় বোস।

























































































































No comments:

Post a Comment