Thursday 18 August 2022

অবিলম্বে বাৎসরিক বোনাস দেওয়ার দাবিতে সি.আই.টি.ইউ-এর ডাকে মিশ্র ইস্পাত কারখানায় শ্রমিকদের বিক্ষোভ ।

 


দুর্গাপুর,১৮ই আগস্ট : শারদোৎসবের আগে বাৎসরিক বোনাসের অবিলম্বে ফয়সালা ও দেওয়ার এবং সেইল ও আরআইএনএলএ এর বেতন-চুক্তি অন্যান্য দাবিতে দাবিতে সি.আই.টি.ইউ-ভুক্ত হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ও এএসপিসিইইউ এর ডাকে আজ সকালে মিশ্র ইস্পাত কারখানার( অ্যালয় স্টিল প্ল্যান্ট ) সিজিএম ইনচার্জ ওয়ার্কস এর দফ্তরে দলে দলে স্হায়ী ও ঠিকা শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন । নেতৃবৃন্দ বলেন যে  বারো মাস কাজ করে তেরো মাসের বেতন - শ্রমিকের অর্জিত অধিকার। উৎসবের মরশুম আসন্ন। রাষ্ট্রায়ত্ত ইস্পাত শিল্পই কেবল নয়, গোটা দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত। শ্রমিকরা কারখানা বাঁচানোর লড়াই করছে বলেই অর্জিত অধিকার রক্ষার লড়াইও সমান গুরুত্বের সাথে করছে। তাই প্রতিটি ইঞ্চিতে লড়াই গড়ে তুলতে হবে।সমাবেশ চলার সময়ে কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়। সমাবেশে বক্তব্য রাখেন নবেন্দু সরকার ও বিশ্বজিত ধর চৌধুরী ।







No comments:

Post a Comment