Thursday, 11 August 2022

অবিলম্বে বার্ষিক বোনাসের দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,১১ই আগস্ট : শারদোৎসব আসন্ন কিন্তু তাই ঘিরে ইস্পাতনগরী সংলগ্ন অঞ্চলের চন্ডিদাস বেনাচিতি বাজারে রমরমা বেচাকেনার চিত্রটা এখনো অনুপস্হিত । উৎসবের মুখে এখনো পর্যন্ত দুর্গাপুর ইস্পাত অ্যালয় স্টিল প্ল্যান্টের বার্ষিক বোনাস বা বিলম্বিত বেতন ( ১২ মাস কাজ করে ১৩ মাসের বেতন ) এর জন্য ইউনিয়নদের সাথে আলোচনা করে ঠিক করা অথবা বোনাস দেওয়ার জন্য সেইল কর্তৃপক্ষের কোন হেলদোল দেখা যাচ্ছে না।

আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস )দপ্তরে বার্ষিক বোনাস-বেতন চুক্তি সহ বকেয়া বিভিন্ন দাবিতে ইস্পাত শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখায় করোনার অতিমারীর মধ্যেও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কারখানার উঁচু হারের উৎপাদন উৎপাদনশীলতা বজায় রেখে চাহিদা অর্ডারের যথাযথ জোগান বজায় রেখে চলে সেইলের মধ্যে প্রথম সারিতে আছে অথচ সামনে শারোদৎসব চলে আসা সত্বেও,কর্তৃপক্ষ বার্ষিক বোনাসের বিষয়ে নিশ্চুপ ! ইউনিয়নের তরফ থেকে দাবি জানানো সত্বেও কর্তৃপক্ষ বার্ষিক বোনাসের বিষয়ে এখন কোন আলোচনা করার উদ্যোগ না দেখানোর জন্য শ্রমিকদের মধ্যে উদ্বেগ ক্ষোভ বাড়ছে আজকের বিক্ষোভ সমাবেশে তারই বহিঃপ্রকাশ ঘটল বক্তারা বিষয়ে কর্তৃপক্ষ কে অবিলম্বে আলোচনায় বসা ও সেইলের সর্বত্র একই হারে বার্ষিক বোনাসের দাবি জানিয়েছেন ।একই সাথে অবিলম্বে কালা মউ-চুক্তির বাতিল করে ন্যায্য ও সম্মানজনক পাঁচ বছর মেয়াদি পুর্নাঙ্গ বেতন-চুক্তি করে প্রাপ্য সম্পূর্ন এরিয়ার মেটাতে হবে, ঠিকা শ্রমিকদের বেতন-চু্ক্তির আওতায় আনতে হবে,এনপিএস চাপানো যাবে না,বেআইনীভাবে এনজেসিএস চুক্তি ভেঙ্গে ইস্পাত শ্রমিকদের গ্র্যাচুইটি সিলিং প্রত্যাহার করতে হবে, এইচআরএ দিতে হবে, অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকিকরন ও সম্প্রসারন, টাউনশীপ ও হাসপাতাল পরিষেবার আধুনিকীকরন সহ অন্যান্য দাবি-দাওয়ার সুষ্ঠ মীমাংসা করার দাবি জানান। বক্তারা অবিলম্বে কর্মরত অবসরপ্রাপ্ত শ্রমিকদের জমি-কোয়ার্টার লিজ-লাইসেন্সিং দেওয়ার দাবি জানানোর পাশাপাশি ইস্পাতনগরীর জমি-কোয়ার্টার ক্রমাগত বেদখল,বেআইনী পার্কিং প্রভৃতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কর্তৃপক্ষের গা-ছাড়া মনোভাব কে দায়ী করেছেন বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,সন্দীপ পাল,সীমান্ত চ্যাটার্জী প্রদ্যুৎ মুখার্জি সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে সমস্ত সমস্যা সমাধানের দাবি জানান





No comments:

Post a Comment