Thursday 25 August 2022

বোলানিতে অনুষ্ঠিত হোল সেইলের খনি শ্রমিক কনভেনশন।

 


দুর্গাপুর,২৫শে আগস্ট : আজ,ওরিষ্যার বোলানির জহরলাল নেহেরু রিক্রিয়েশন সেন্টারে স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া( সিআইটিইউ )-র উদ্যোগে অনুষ্ঠিত হোল ভারতের সর্ববৃহত রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ( সেইল ) এর খনি শ্রমিক কনভেনশন। সেইল  এর সমস্ত খনির শ্রমিক প্রতিনিধি সহ সেইল এর প্রত্যেক ইউনিটের শ্রমিক প্রতিনিধিরা এই কনভেনশনে যোগদান করেন।

আজ সকালে,রক্তপতাকা উত্তোলন করে কনভেনশনের উদ্বোধন করেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া( সিআইটিইউ )-র সভাপতি ও সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন । উদ্বোধনী ভাষনে তিনি বলেন যে মোদি সরকার কেবল রাষ্ট্রায়ত্ব সংস্হা কে ধ্বংস করার নীতি নেয়নি,তার সাথে খনিসম্পদ কর্পোরেট-বহুজাতিক সংস্হার হাতে পাকাপাকি তুলে দিতে চাইছে।সেইল এর খনি এই চক্রান্তের বিশেষ লক্ষ্য । এই চক্রান্ত প্রতিহত করতে সিআইটিইউ বদ্ধপরিকর। এরপরে কনভেনশনের অ্যাপ্রোচ পেপার পেশ করেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া( সিআইটিইউ )-র সাধারন সম্পাদক ললিত মিশ্র । খনির শ্রমিক প্রতিনিধিরা অ্যাপ্রোচ পেপারের ওপরে আলোচনা করার পরে কনভেনশন গৃহীত হয় ।কনভেনশনে ইন্দ্রমনি বেহেরা কে আহ্বায়ক করে নতুন সেইল মাইনস কোঃ অর্ডিনেশন নির্বাচিত হয়। কনভেনশনে,কালা মৌ-চুক্তি বাতিল করে অবিলম্বে সেইল এর পুর্ণাঙ্গ বেতন-চু্ক্তি,খনি বেসরকারীকরন এর নীতি বাতিল ও সেইল এর আরএমডি বিভাগ গোটানোর সিদ্ধান্ত বাতিলের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়েছে । কনভেনশন কে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন ওরিষ্যার সিপিআইএম বিধায়ক লক্ষন মুণ্ডা, ইন্দ্রমনি বেহেরা,বিশ্বজিত দেব,বি ডি প্রসাদ ,বিশ্বরূপ ব্যানার্জি,সুজিত ভট্টাচার্য ও বিষ্ণু মহান্তি । কনভেনশনের সফলতা কামনা করে বার্তা পাঠিয়েছে সিআইটিইউ এর ওরিষ্যা ও ঝাড়খন্ড রাজ্য কমিটি ।






No comments:

Post a Comment