Saturday 22 April 2023

ইস্পাতনগরীতে পালিত হল কমরেড ভি আই লেনিনের ১৫৪-তম জন্মদিবস ।

 


দুর্গাপুর,২২শে এপ্রিল : আজ কমরেড লেনিনের ১৫৪-তম জন্মদিবস । আজ বিশ্বের সর্বত্র পালিত হচ্ছে শ্রমজীবি মানুষের মহান শিক্ষক,বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের রূপকার ও ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বন্ধু কমরেড ভি আই লেনিনের জন্মদিবস । এই উপলক্ষ্যে আজ সকালে ইস্পাতনগরীর আশিস-জব্বার ভবনে কমরেড লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় । মাল্যদান করেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির পক্ষে সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জি,অজিত মন্ডল,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ । সকালে ইস্পাতনগরীর ৫/৫ কৃ্তিবাস রোডের দপ্তরে পার্টির দুর্গাপুর ইস্পাত ২এরিয়া কমিটির পক্ষে কমরেড লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় । মাল্যদান করেন সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার,স্বপন ব্যানার্জি,আল্পনা চৌধুরি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

বিকালে,ইস্পাতনগরীতে পালিত হল কমরেড ভি আই লেনিনের জন্মদিবস উপলক্ষে আয়োজিত “লেনিন,রুশ বিপ্লব ও ভারতের স্বাধীনতা সংগ্রাম”-শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি । আলোচনা সভা শুরুর আগে ঐ দপ্তরে “সাহিত্য সম্ভার কেন্দ্র “ নামে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য ও পার্টির পত্র-পত্রিকা বিপননি কেন্দ্রের উদ্বোধন করেন গৌরাঙ্গ চ্যাটার্জি ।উপস্হিত ছিলেন পার্থ দাস, সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার,স্বপন ব্যানার্জি,আল্পনা চৌধুরি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।সন্ধ্যায়, ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে ভি আই লেনিনের জন্মদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রথীন রায় । উপস্হিত ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।































No comments:

Post a Comment