Wednesday 12 April 2023

আগামী ১৮ই এপ্রিল দুর্গাপুর পৌর নিগম অভিযান কে সফল করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে মিছিল ।

 


দুর্গাপুর,১২ই এপ্রিল : “ রক্ষা করো দুর্গাপুর “ ও “পুনর্গঠন করো দুর্গাপুর “ আহ্বান জানিয়ে,আগামী ১৮ই এপ্রিল দুর্গাপুর পৌর নিগম অভিযানের ডাক দিয়েছে সিপিআইএম।২০১৭ সালে ভয়াবহ সন্ত্রাস চালিয়ে,বাইরে থেকে ১৫০০০ সশস্ত্র দুষ্কৃতি এনে দুর্গাপুর পৌর নিগমের নির্বাচনে ভোট-লুঠ করে রাজ্যের শাসক দল তৃণমুল কংগ্রেস।তারপরে দীর্ঘ পাঁচ বছর ধরে  অপদার্থ,অযোগ্য বোর্ডের আমলে পৌরপরিষেবার ক্রমান্বয়ে অধঃপতনে দুর্গাপুরবাসীর জীবন অতিষ্ঠ হয়ে ওঠে । ভোটে হারার ভয়ে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও দুর্গাপুর পৌর নিগমের নির্বাচনের বদলে দীর্ঘদিন ধরে দুর্গাপুর পৌর নিগমে পৌর প্রশাসক বসিয়ে বকলমে তৃণমুলের বোর্ড চলছে বলে সিপিআইএম এর পক্ষ থেকে অভিযোগ করে অবিলম্বে  দুর্নীতিগ্রস্থ বোর্ড হটাও-দ্রুত স্বচ্ছ পুরভোট-শিল্প রক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধি-গনতন্ত্র রক্ষা-আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে সিপিআইএম এর পক্ষ দুর্গাপুর পৌর নিগম অঞ্চলে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হয়েছে এবং আগামী ১৮ই এপ্রিল দুর্গাপুর পৌর নিগম অভিযানের ডাক দিয়েছে। এই অভিযান কে সফল করার আহ্বান জানিয়ে আজ বিকালে ইস্পাতনগরীতে দুটি মিছিল হোল ।এ-জোনে শহীদ আশিস-জব্বার ভবনের সামনে থেকে মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে আবার শহীদ আশিস-জব্বার ভবনের সামনে মিছিল শেষ হয়। মিছিলে ছিলেন সীমান্ত তরফদার,দিপক ঘোষ, সীমান্ত চ্যাটার্জি,জীবন আইচ প্রমুখ। বি-জোনে পোস্ট অফিসের সামনে থেকে মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজারে শেষ হয়। মিছিলে ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার, স্বপন ব্যানার্জি,আল্পনা চৌধুরী প্রমুখ। মিছিল শেষে চন্ডিদাস বাজারে প্রকাশ্য সভায় বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও স্বপন সরকার।











No comments:

Post a Comment