Saturday 1 April 2023

৫ই এপ্রিল শ্রমিক-কৃষক সংঘর্ষ র‌্যালি সফল করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে বাইক মিছিল ।

 


দুর্গাপুর,১লা এপ্রিল : আজ বিকলে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ  ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের স্হায়ী শ্রমিকরা আগামী ৫ই এপ্রিল দিল্লিতে মোদি সরকারে শ্রমিক-কৃষক বিরোধী শ্রমিক-কৃষক সংঘর্ষ র‌্যালি সফল করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরী থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট পর্যন্ত বাইক মিছিল করলেন। তিলক ময়দান থেকে মিছিল শুরু হয়ে ইস্পাতনগরীর বিভিন্ন রাস্তা ঘুরে লিঙ্ক রোড ধরে লাল পতাকায় সুসজ্জিত মোটর বাইক মিছিল দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট পর্যন্ত যায়।মিছিলে উপস্হিত ছিলেন ললিত মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি প্রমুখ । সকালে,অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিক বিক্ষোভ সমাবেশ থেকে একই আহ্বান জানানো হয়। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) ও এএসপিসিইউ (সিআইটিইউ) এর যৌথ আহ্বানে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল-আরআইএনএল এর ঠিকা শ্রমিকদের বেতন চুক্তিতে অন্তর্ভুক্তি,অবিলম্বে পুর্নাঙ্গ বেতন চুক্তি, ঠিকা শ্রমিকদের অবিলম্বে যথাযথ ভিডিএ প্রদান,ছুটি সহ অন্যান্য দাবিতে প্ল্যান্টের অভ্যন্তরে ঠিকা ও স্হায়ী শ্রমিকরা একযোগে বিক্ষোভ দেখান । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বজিত ধর চৌধুরী ও বিশ্বদীপ চ্যাটার্জি ।  























 

No comments:

Post a Comment