Friday 28 April 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনা : অল্পের জন্য প্রানে রক্ষা,প্রবল শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২৮শে এপ্রিল : আজ সকালে, দুর্গাপুর ইস্পাত কারখানার র মেটেরিয়ালস হ্যাণ্ডলিং প্ল্যান্টের ট্রিপলিং সাইডে ভয়াবহ দুর্ঘটনায় লোকো ট্রেনের ধাক্কায় গুঁড়িয়ে যায় কর্মরত কারখানার অতি মুল্যবান উইঞ্চ ডাম্পার।ডাম্পার চালক লাফিয়ে পড়ে প্রান বাঁচান । এই ভয়াবহ দুর্ঘটনার ঘটার পরে দুর্ঘটনাস্হলে শ্রমিকরা জড়ো হলে আচমকা কারখানার সেফটি বিভাগের জনৈক উচ্চ পদাধিকারী আধিকারিক ঘটনাস্হলে এসে শ্রমিকদের হুমকি-গালিগালাজ করেন,এমন কি শারীরিক ভাবে নিগ্রহ করার চেষ্টা করলে,শ্রমিকরা প্রবল বিক্ষোভ প্রদর্শন শুরু করেন । প্ল্যান্ট গ্যারেজ সহ বিভিন্ন বিভাগে অচলাবস্হা তৈরি হয় । সিআইটিইউ সহ সমস্ত সক্রিয় ট্রেড ইউনিয়ন একজোট হয়ে শ্রমিক বিক্ষোভে নেতৃত্ব দেয় । এতে কর্তৃপক্ষের টনক নড়ে। দফায় দফায় সিআইটিইউ সহ সমস্ত সক্রিয় ট্রেড ইউনিয়নের যৌথ নেতৃত্বের সাথে আলোচনায় বসে । অবশেষে সন্ধ্যা ছ টা নাগাদ ট্রেড ইউনিয়ন গুলির যৌথ নেতৃত্বের সাথে ইডি ( ওয়ার্কস ) সহ অন্যান্য উচ্চ পদাধিকারী আধিকারিকদের আলোচনায় সমাধান সূত্র মিলেছে বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন। দুর্ঘটনার কারন খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন, শ্রমিকদের কাছে সেফটি বিভাগের দায়ী সংশ্লিষ্ট আধিকারিকের নিঃসর্ত ক্ষমা চাওয়া ও বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন,অবিলম্বে নতুন উইঞ্চ ডাম্পার ক্রয় সহ সেফটির প্রতিটি বিষয়ে দ্রুত ব্যবস্হা গ্রহনের জন্য কর্তৃপক্ষ আশ্বাস দিলে ট্রেড ইউনিয়নের যৌথ নেতৃত্বের সাথে আলোচনায় সমাধান সূত্র মেলে । এর পরে ট্রেড ইউনিয়ন গুলির যৌথ নেতৃত্বের উপস্হিতিতে, ইডি ( ওয়ার্কস ) সহ অন্যান্য উচ্চ পদাধিকারী আধিকারিকরা প্ল্যান্ট গ্যারেজে পৌঁছে শ্রমিকদের কাছে দুঃখ প্রকাশ করে ট্রেড ইউনিয়ন গুলির যৌথ নেতৃত্বের সাথে আলোচনা করে মেলা সমাধান সূত্র গুলি তুলে ধরেন । এরপরে অচলাবস্হা কাটে । শ্রমিকরা কাজে যোগদান করেন।








No comments:

Post a Comment