Wednesday 12 April 2023

ইস্পাতনগরীতে পালিত হল শহীদ সফদর হাসমির জন্মদিবস ও ৩৫-তম জাতীয় পথনাটক দিবস ।

 


দুর্গাপুর , ১২ই এপ্রিল :আজ সকালে,দুর্গাপুরের সাংস্কৃতিক দল সমুহের পক্ষ থেকে ইস্পাতনগরীর এ-জোন মেজর পার্কের উন্মুক্ত প্রাঙ্গণে জাতীয় পথ নাটক দিবস পালন করা হল।বিশ্বখ্যাত নাট্যকার সফদর হাসমি , গাজিয়াবাদে তাঁর বিখ্যাত পথনাটক হল্লা -বোল প্রদর্শন করার সময় , কংগ্রেসী-ঘাতক বাহিনীর নৃশংস আক্রমনে ১লা জানুয়ারী ১৯৮৯ সালে আহত হয়ে পরের দিন মারা যান । তাঁর জন্মদিবসকে জাতীয় পথনাটক দিবস হিসাবে উদযাপন করা হয় । বৈপ্লবিক নাট্যকার,নাট্য পরিচালক ও অভিনেতা শহীদ সফদার হাসমীর ৭০-তম জন্মদিনে জাতীয় পথ নাটক দিবসে ভারতীয় গণনাট্য সংঘ, গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, জনবাদী লেখক সংঘ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার সম্মিলিত উদ্যোগে এই অনুষ্ঠানে সংগীত,পথ নাটক,আলোচনার মাধ্যমে শহীদ সফদার হাসমীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।“শ্রদ্ধাঞ্জলী”,”মুখোস”.”হরিবোল ও ঘটক” এবং সফদার হাসমী রচিত “হল্লাবোল” – এই চারটি পথ নাটক উপস্হাপিত হয়। বক্তব্য রাখেন সীমান্ত তরফদার ও কানাই বিশ্বাস।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৃজক পালিত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ গনতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ ও বহু দর্শক ।

























No comments:

Post a Comment